স্পিন নির্ভর দল নিয়ে শ্রীলঙ্কা যাচ্ছে নিউজিল্যান্ড

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
শ্রীলঙ্কার মাটিতে আসন্ন টেস্ট সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। যেখানে জায়গা পেয়েছেন মোট ৪জন স্পিনার।
মূলত পরিবেশ ও কন্ডিশন বিবেচনা করে স্কোয়াডে ৪ স্পিনার রাখা হয়েছে। মিচেল স্যান্টনার, টড অ্যাস্টেলদের সঙ্গে আছেন উইলিয়াম সমারভিল এবং এজাজ প্যাটেলরা।

লঙ্কাদ্বীপ স্পিন নির্ভর দল নিয়েই সিরিজ জয়ের পরিকল্পনা করছে কেন উইলিয়ামসনের দল। একাদশে তিন স্পিনার রেখে মাঠে নামার চিন্তা ভাবনা করছেন কোচ গ্যারি স্টেড।
তিনি বলেন, ‘শ্রীলঙ্কার কন্ডিশনে তিন স্পিনার নিয়ে খেলার সুযোগ রয়েছে। আর আমরা বিশ্বাস করি স্পিনারের এই গ্রুপটি বৈচিত্র্য ও দক্ষতা প্রদর্শন করে সেরাটা উপহার দেবে। তাছাড়া ইংল্যান্ড তিন স্পিনার খেলিয়ে সাফল্য পেয়েছিল তাদের সবশেষ শ্রীলঙ্কা সফরে।’
আগামী মাসেই শুরু হচ্ছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ। নতুন আদলে শুরু হওয়া টেস্ট লড়াইয়ে প্রথমবার মাঠে নামতে যাচ্ছে শ্রীলঙ্কা-নিউজিল্যান্ড। আসন্ন সিরিজে নিজেদের মধ্যে দুটি টেস্ট খেলবে তাঁরা।
গেল বছরের ডিসেম্বরে সাদা পোশাকে শেষবারের মতো মাঠে নেমেছিলেন মিচেল স্যান্টনার ও লেগ স্পিনার টড অ্যাস্টল। চোটের কারণে দীর্ঘদিন মাঠের বাইরে ছিলেন স্যান্টনার।
চার স্পিনারের সঙ্গে স্কোয়াডে আছেন তিন পেসা। ট্রেন্ট বোল্ট, টিম সাউদি ও নিল ওয়াগনার। ইংল্যান্ড বিশ্বকাপে ২০ উইকেট নেয়া ফাস্ট বোলার লকি ফার্গুসনের জায়গা হয়নি এই স্কোয়াডে।
দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু হবে ১৪ আগস্ট। গলের প্রথম টেস্টের পর ২২ আগস্ট দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে কলম্বোয়। ২০১২ সালে সর্বশেষ শ্রীলঙ্কার মাটিতে টেস্ট খেলেছিল কেন উইলিয়ামসনের দল।
নিউজিল্যান্ড স্কোয়াড: কেন উইলিয়ামসন (অধিনায়ক), টড অ্যাস্টল, টম ব্লান্ডেল, ট্রেন্ট বোল্ট, কলিন ডি গ্র্যান্ডহোম, টম ল্যাথাম, হেনরি নিকোলস, এজাজ প্যাটেল, জিত রাভাল, উইল সমারভিল, মিচেল স্যান্টনার, রস টেলর, নাইল ওয়াগনার, বিজে ওয়াটলিং।