বড় সংগ্রহের পথে বিসিবি একাদশ

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ভারতে অনুষ্ঠিত ড: কে থিম্মপিয়া মেমোরিয়াল টুর্নামেন্টের সেমি ফাইনালে সাইফ হাসান এবং জহুরুল ইসলাম অমির দুর্দান্ত ব্যাটিংয়ে ভর করে বড় সংগ্রহের পথে রয়েছে বিসিবি একাদশ।
ছত্তিশগড় রাজ্য ক্রিকেট সংঘের বিপক্ষে প্রথম দিনের খেলা শেষে বিসিবি একাদশের সংগ্রহ ৩ উইকেট হারিয়ে ২৫৪ রান। বিসিবি একাদশের হয়ে ৫০ রান করে অপরাজিত আছেন ইয়াসির আলী।

কোনো রান না করেই তাঁর সঙ্গী নাজমুল হোসেন শান্ত। এই ম্যাচে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বিসিবি একাদশ অধিনায়ক মুমিনুল হক। ব্যাটিংয়ে নেমে তরুণ সাইফ হাসানের সঙ্গে অভিজ্ঞ জহুরুল ইসলাম ওপেনিংয়ে যোগ করেন ১৫৪ রান।
৭ চারে ৬০ রান করে জহুরুল ফিরলে এই জুটি ভাঙে। এর কিছুক্ষণ পরেই চোট পেয়ে মাঠ ছাড়েন ৯২ রান করা সাইফ। অধিনায়ক মুমিনুলের ব্যাট থেকে এসেছে ৪৯ রানের ইনিংস।
নাইটওয়াচ ম্যান হিসেবে নামা সাঞ্জামুল ইসলাম অবশ্য সুবিধা করতে পারেননি। ৭ বল খেলে কোনো রান করার আগেই ফিরেছেন তিনি। ফলে বাধ্য হয়ে শান্তকে ব্যাটিংয়ে নামতে হয়। দিনের শেষ প্রান্তে শান্ত এবং ইয়াসির অপরাজিত থেকেই মাঠ ছেড়েছেন।
সংক্ষিপ্ত স্কোর:
বিসিবি একাদশ:২৫৪/৩ (৮৫.১ ওভার) (জহুরুল ৬০, সাইফ আহত অবসর ৯২, মুমিনুল ৪৯, ইয়াসির ৫০*; বীরপ্রতাপ ১/৪৫, পুনিত ১/২৪)