সেঞ্চুরি করা হল না সাইফের

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ভারতে ড: কে থিম্মপায়া স্মৃতি মাল্টি অল ইন্ডিয়া ক্রিকেট টুর্নামেন্টের সেমিফাইনাল খেলছে বিসিবি একাদশ। মিনি রঞ্জি ট্রফি খ্যাত এই আসরে ছত্তিসগড় স্টেট ক্রিকেট সংঘের বিপক্ষে প্রথম দিনে অসাধারণ সূচনা করেছে মুমিনুল হকের দল।
টস জিতে আগে ব্যাট করতে নেমে দুই ওপেনার জহুরুল ইসলাম এবং সাইফ হাসানের ব্যাটে প্রথম সেশন নিরাপদে শেষ করে বিসিবি একাদশ। হাফ সেঞ্চুরি তুলে নেন দুই ওপেনার জহুরুল ইসলাম এবং সাইফ হাসান।

হাফ সেঞ্চুরি তুলে অবশ্য থেমে যাননি দুজন। একপ্রান্তে জহুরুলকে দর্শক বানিয়ে একাই দলের স্কোরবোর্ডে রান বাড়িয়ে যাচ্ছিলেন সাইফ। কিন্তু ব্যক্তিগত ৯২ রানে সেঞ্চুরির খুব কাছে গিয়ে আহত হয়ে মাঠ ছাড়তে হয় তাঁকে।
চোট গুরুতর কিনা সেটা এখনও জানা যায়নি। পরবর্তীতে ফের ব্যাটিংয়ে নামতে পারেন তিনি। এর আগে ৬০ রান করে বিনি স্যামুয়েলের বোল্ড হন জহুরুল। বর্তমানে ক্রিজে আছেন অধিনায়ক মমিনুল হক এবং ইয়াসির আলি রাব্বি।
এই প্রতিবেদন লিখার সময় বিসিবির সংগ্রহ ১ উইকেটে ১৮১ রান। এর আগে বি গ্রুপে ১১ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনাল নিশ্চিত করে বিসিবি একাদশ। এই ম্যাচ জিতলেই টুর্নামেন্টের ফাইনাল খেলবে মমিনুল হকের দল।
বিসিবি একাদশঃ সাইফ হাসান, জহুরুল ইসলাম, মুমিনুল হক (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত, ইয়াসির আলী চৌধুরী রাব্বি, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), আরিফুল হক, সানজামুল ইসলাম, এবাদত হোসেন, শহিদুল ইসলাম ও কামরুল ইসলাম রাব্বি।