তিন বছর পর ওয়ানডে একাদশে তাইজুল

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে স্বাগতিক শ্রীলঙ্কার মুখোমুখি হতে যাচ্ছে সফরকারী বাংলাদেশ। বাংলাদেশ সময় দুপুর ৩টায় শুরু হবে ম্যাচটি।
ইতোমধ্যে ম্যাচটিতে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের অধিনায়ক তামিম ইকবাল খান।

আজকের ম্যাচে একটি পরিবর্তন এসেছে বাংলাদেশ দলে। তিন বছর পর ওয়ানডে একাদশে জায়গা হয়েছে স্পিনার তাইজুল ইসলামের।
দুইজন স্পেশালিস্ট স্পিনার নিয়ে মাঠে নেমেছে তামিমবাহিনী। তাইজুল একাদশে থাকায় কপাল পুড়েছে পেসার রুবেল হোসেনের।
বাংলাদেশের একাদশঃ তামিম ইকবাল (অধিনায়ক), সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন, মেহেদী হাসান মিরাজ, শফিউল ইসলাম, মুস্তাফিজুর রহমান এবং তাইজুল ইসলাম।