শাস্ত্রীই থাকছেন ভারতের হেড কোচ?

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ভারতের হেড কোচ হিসেবে থেকে যেতে পারেন রবি শাস্ত্রী। সুপ্রিম কোর্টের নির্দেশে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) ভারতের কোচ বানানোর দায়িত্ব দিয়েছে ক্রিকেট অ্যাডভাইজারি কমিটিকে (সিএসএ)।
সিএসএ'র তিন সদস্য কপিল দেব, আনশুমান গেকোয়াদ এবং শান্তা রাঙ্গাস্বোয়ামী এই তিনজনেরই পছন্দ শাস্ত্রীকে, এমন গুঞ্জনে মুখরিত ভারতীয় মিডিয়া। অবশ্য কোচ হিসেবে দুই মেয়াদে শাস্ত্রীর ফলাফলকেই অগ্রাধিকার দিচ্ছেন কপিল দেবরা।

আনশুমান গেকোয়াদ বলেন, 'ফলাফল দেখে যদি বলি, তাহলে বলব হেড কোচের পদে শাস্ত্রী বেশ ভালো করেছেন। এছাড়া বাকি কোচের পদে আমরা এখনও ভাবছি কিভাবে নিব। এটা নির্ভর করে কারা আবেদন করছে বা বিসিসিআইয়ের শর্ত মানছে কিনা এসবের ওপর।'
বিশ্বকাপ পর্যন্ত বিসিসিআইয়ের সঙ্গে চুক্তি ছিল শাস্ত্রীর। এরপর ওয়েস্ট ইন্ডিজ সফর পর্যন্ত তাঁর মেয়াদ বাড়িয়েছে বিসিসিআই। এবার সিএসএ'র সদস্যরা নির্বাচন করবেন হেড কোচসহ ভারতের ব্যাটিং, বোলিং এবং ফিল্ডিং বিভাগের কোচ।
৩০ জুলাইয়ের মধ্যে আগ্রহীদের আবেদন করতে বলা হয়েছে। হেড কোচ পদে শাস্ত্রী এগিয়ে থাকার আরেকটি তিনি ছাড়া এই পদে আবেদন করেছেন আরেক ভারতীয় সাবেক ক্রিকেটার রবিন সিং।
অভিজ্ঞতা বিবেচনায় শাস্ত্রী থেকে পিছিয়ে থাকবেন রবিন। আগামী ১৩ বা ১৪ আগস্ট সিএসএ সদস্যরা ইন্টার্ভিউ নেবেন আবেদনপত্র জমা দেওয়া আগ্রহীদের।