অপরিবর্তিত থাকছে তামিমদের একাদশ?

ছবি: ছবিঃ রতন গোমেজ

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে বাংলাদেশের একাদশে পরিবর্তন আসার সম্ভাবনা খুবই ক্ষীণ। প্রথম ম্যাচে হারের পর দলের অন্তর্বর্তীকালীন কোচ খালেদ মাহমুদ সুজন এমনটাই ইঙ্গিত দিয়েছেন।
সুজনের মতে, সম্ভাব্য সেরা একাদশ নিয়েই প্রথম ওয়ানডেতে খেলেছে বাংলাদেশ। রবিবারের ম্যাচে কম্বিনেশন ভাঙ্গা অনুচিত বলে মনে করছেন তিনি।
শনিবার সুজন বলেছেন, 'আমরা ভালো একাদশই বাছাই করেছিলাম প্রথম ম্যাচের জন্য। সেই বিশ্বাসটি আমার থাকতে হবে এবং আমার আছে যে আমরা ইচ্ছা হলে আরেকটু ভালো করতে পারি এবং আরো দায়িত্ব নিলে হয়তো ভালো হবে। তবে পরিবর্তনের কথা আমরা এখনও চিন্তা করিনি আসলে।'

অর্থাৎ নিয়মিত ওপেনার তামিম ইকবালের পাশে সৌম্য সরকারকেই দেখা যাবে। তিনে নামবেন মোহাম্মদ মিঠুন। এনামুল হক বিজয় সুযোগ পাওয়ার সম্ভাবনা খুবই কম।
বোলিং বিভাগে মুস্তাফিজুর রহমান, শফিউল ইসলামদের পাশে জায়গা করে নিতে পারেন রুবেল হোসেন। একাদশে পরিবর্তন আসলে আগের ম্যাচের খরুচে বোলার রুবেলের বদলে তাসকিন আহমেদের খেলার সম্ভাবনা আছে।
একাদশ পরিবর্তন করার মতো হলে সেটা নিয়েও ভাববে টিম ম্যানেজমেন্ট। এমনটাও জানিয়ে রেখেছেন সুজন।
সুজন আরও বলেন, 'এরপরেও আমি বিশ্বাস করি যে অনেকগুলো পরিবর্তন আসলে যে ভালো হবে সবসময় সেটা না। আবার অনেক সময় পরিবর্তন আনলে ভালো হয়। যেটা আমি বললাম যে আমরা প্রথম ম্যাচে সম্ভাব্য সেরা একাদশ দিয়েছি।'
রবিবার শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয়টিতে মাঠে নামবে বাংলাদেশ। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল ৩টায় শুরু হবে এই ম্যাচ। এই ম্যাচ জিতে সিরিজে সমতা ফিরিয়ে আনতে চাইবে তামিম ইকবালের দল।
বাংলাদেশের সম্ভাব্য একাদশঃ তামিম ইকবাল (অধিনায়ক), সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন, মেহেদী হাসান মিরাজ, শফিউল ইসলাম, মুস্তাফিজুর রহমান এবং রুবেল হোসেন।