promotional_ad

সাকিব-মিরাজদের সঙ্গে কাজ করতে মুখিয়ে আছিঃ ভেট্টরি

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||  


বাংলাদেশের স্পিন বোলিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক কিউই তারকা ড্যানিয়েল ভেট্টরি। শনিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তাঁকে নিয়োগ দেয়ার বিষয়টি নিশ্চিত করেছে।


বাংলাদেশের কোচ হিসেবে নিয়োগ পেয়ে ভেট্টরিও জানিয়েছেন সাকিব আল হাসান-মেহেদী হাসান মিরাজদের সঙ্গে কাজ করতে মুখিয়ে আছেন তিনি। অনেকদিন থেকেই বাংলাদেশের ক্রিকেট অনুসরণ করছেন বলেও জানিয়েছেন তিনি।



promotional_ad

ভেট্টরির ভাষ্যমতে, 'আমি বাংলাদেশের ক্রিকেটকে অনেক দিন থেকেই অনুসরণ করছি। এই দেশে সফরের দারুণ স্মৃতি আছে আমার। এই দলটি উন্নতি করছে, অনেক অভিজ্ঞতা এবং সম্ভাবনা রয়েছে। সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম এবং  অন্যসব তরুণদের সঙ্গে কাজ করতে দারুণ আগ্রহ নিয়ে অপেক্ষা করছি আমি।'


ভেট্টরিকে অবশ্য সারা বছর পাচ্ছে না বাংলাদেশ। তিনি কাজ করবেন দিন হিসেবে। নভেম্বরে অনুষ্ঠিত বাংলাদেশ-ভারত সিরিজ থেকে বছরে ১০০ দিন কাজ করবেন তিনি। আপাতত যুক্তরাষ্ট্রে আছেন তিনি, চুক্তি সই করবেন সেখান থেকে ফিরেই।
 
ভেট্টরির মতে স্পিন বাংলাদেশের ক্রিকেটের একটি চিরায়ত শক্তি। আধুনিক যুগের স্পিন বোলিংয়ের চাহিদা মেটাতে এবং কোচ নিজের সব অর্জিত জ্ঞান সাকিব-তাইজুলদের মাঝে বিলিয়ে দিতে চান তিনি।


'বাংলাদেশের জন্য স্পিন একটি চিরায়ত শক্তি। আধুনিক যুগের স্পিন বোলিংয়ের চাহিদা অনুযায়ী আমি আমার ক্রিকেটার এবং কোচ হিসেবে অর্জিত জ্ঞান ভাগ করে দিতে চাই। বোলারদের বুদ্ধিদীপ্ত  সিদ্ধান্ত নিতে সহায়তা করতে চাই। যাতে তাঁরা তাঁদের মেধা এবং স্কিলের পূর্ণাঙ্গ ব্যবহার করতে পারে।'



এর আগে আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, বিগ ব্যাশের দল ব্রিসবেন হিটের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন ভেট্টরি। কদিন আগেই আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস ও স্কটল্যান্ডের সম্মিলিত টি-টোয়েন্টি লিগের দল ডাবলিন চিফের প্রধান কোচের দায়িত্ব নিয়েছেন তিনি। এবার বাংলাদেশের স্পিন বোলিং কোচের দায়িত্ব পেলেন তিনি।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball