promotional_ad

নারীদের অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপে খেলতে চায় বাংলাদেশ

ছবিঃ বিসিবি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||  


চলতি বছরই নারীদের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ চালু করছে ইন্টারন্যাশলান ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। আসন্ন এই বিশ্বকাপেই অংশ নিতে চায় বাংলাদেশ।


বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছেন, নারীদের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে খেলার জন্য আবেদন করেছেন তাঁরা। তবে আইসিসি মূলত যাদের অনূর্ধ্ব-১৯ দল আছে এবং মেয়েদের বয়স ভিত্তিক টুর্নামেন্ট আছে তাদেরই অনুমতি দিচ্ছে খেলার।



promotional_ad

২০০৭ সালের জুলাইয়ে বাংলাদেশের নারী ক্রিকেট দল যাত্রা শুরু করে। এরপর ২০১৮ নারী এশিয়া কাপের শিরোপা অর্জন করে বাংলাদেশের মেয়েরা। তবে, মেয়েদের ক্রিকেট এই পর্যন্তই সীমাবদ্ধ। বাংলাদেশের মেয়েদের কোনো বয়স ভিত্তিক দল নেই তাই নারী অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।


এই প্রসঙ্গে নাজমুল হাসান বলেছেন, 'মেয়েদের আন্ডার অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ চালু হচ্ছে। দুর্ভাগ্যবসত যাদের অনূর্ধ্ব-১৯ দল আছ???, টুর্নামেন্ট আছে তারাই চান্স পাচ্ছে। আমাদের কিন্তু মেয়েদের অনূর্ধ্ব-১৯ দল নেই। আমরা মনে করি, অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বাংলাদেশের মেয়েদের খেলা উচিৎ এবং আমরা খেলতে পারবো। সেদিক চিন্তা করে, আমরা এরই মধ্যে এপ্লাই করেছি আমাদের কোনো ভাবে সুযোগ দেয়া যায় কিনা। যদি যায় তো হলোই।'


এবারের বিশ্বকাপে অংশ নিতে না পারলেও এর পরের বিশ্বকাপে যেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল অংশ নিতে পারে সেই লক্ষ্যে ইতোমধ্যে পরিকল্পনা তৈরি করে ফেলেছে বিসিবি।



অনূর্ধ্ব-১৯ বয়সী মেয়েদের নিয়ে একটি টুর্নামেন্ট আয়োজন করবে বিসিবি। সেখান থেকেই বেঁছে নেয়া হবে বিশ্বকাপের অনূর্ধ্ব-১৯ দল। শনিবার বোর্ড সভা শেষে এমনটাই জানিয়েছেন বিসিবি সভাপতি।


'এবার না হলে পরের বছর আমরা যেন যেতে পারি, সেই লক্ষ্যে অনূর্ধ্ব-১৯ উইমেন্স দলের জন্য একটি টুর্নামেন্ট আয়োজন করবো। অনূর্ধ্ব-১৭ এবং অনূর্ধ্ব-১৮ মেয়েদের নিয়ে যাতে তাঁদের নিয়ে আগামী বিশ্বকাপে খেলতে পারি।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball