আমাদের ৫৫ কোটি টাকা বেচে গেছেঃ পাপন

ছবি: ছবিঃ ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তাদের গত বছরের বাজেটের চেয়ে কম টাকা খরচ করেছে। ফলে বাজেট থেকেই মোটা অঙ্কের লাভের মুখ দেখেছে বাংলাদেশের সবচেয়ে ধনী এই ক্রীড়া সংস্থা।
শনিবার সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। গত বছরের বাজেট থেকে ৫৫ কোটি টাকা বেচে গেছে বিসিবির। বোর্ডের বার্ষিক সভা শেষে মিরপুরে তিনি এই সংবাদ দিয়েছেন।

নাজমুল হাসান বলেছেন, 'এ বছর আমাদের যে বাজেট ছিল তাঁর চেয়ে রেভিউনিউ আমরা বেশি পেয়েছি। আমাদের যে খরচের বাজেট ছিল তার চেয়ে আমরা কম খরচ করেছি। আমরা ২৫-৩০ কোটি টাকা সারপ্লাস করেছি। ৫৫ কোটি টাকা আমাদের বেঁচে গেছে। আমরা খরচ করি নাই, মানে সেভিংস হয়েছে।'
গত অর্থ বছরের বাজেট হিসাবের সঙ্গে নতুন অর্থ বছরের জন্য বাজেট ঘোষণা করেছে বিসিবি। ২০১৯-২০ অর্থ বছরের জন্য বাজেট ধরা হয়েছে ২৪৩ কোটি টাকা এবং ব্যায়ের অর্থ মাত্রা ধরা হয়েছে ১৮৮ কোটি টাকা।
'আমাদের বার্ষিক একটা বাজেট ছিল। ওইটা দেয়া হয়েছে এবং আমরা সেটা অ্যাপ্রুভ করেছি। ২০১৯-২০ সালের জন্য রেভিনিউ বাজেট রাখা হয়েছে ২৪৩ কোটি টাকা এবং এক্সপেন্ডিচার বাজেট করা হয়েছে ১৮৮ কোটি টাকা।'