নতুন স্পিন বোলিং কোচ নিয়োগ দিল বিসিবি

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
সাকিব আল হাসান-মেহেদী হাসান মিরাজদের স্পিন বোলিং কোচ হয়ে আসছেন সাবেক কিউই স্পিনার ড্যানিয়েল ভেট্টরি। শনিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এই খবরটি নিশ্চিত করেছে।
ভেট্টরি বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। সেখান থেকেই ইমেইলের মাধ্যমে বিসিবিকে নিশ্চিত করেছেন যে, বাংলাদেশের স্পিন বোলিং কোচের দায়িত্ব নিচ্ছেন তিনি।

নভেম্বরে ভারতের বিপক্ষে সিরিজের আগে বাংলাদেশ দলের সঙ্গে তাঁর যোগ দেয়ার কথা রয়েছে। অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত ২০২০ টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত বাংলাদেশের স্পিন বোলিং কোচের দায়িত্ব পাচ্ছেন এই কিউই।
সাবেক এই কিউই তারকা আইপিএলের দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন। আইপিএল ছাড়াও অস্ট্রেলিয়ার বিগব্যাশ, ইংল্যান্ডের টি-টোয়েন্টি ব্লাস্টে কোচিং করানোর অভিজ্ঞতা রয়েছে তার।
এদিকে, বিশ্বকাপের পর স্পিন বোলিং কোচ সুনীল যোশির সঙ্গে চুক্তি নবায়ন করেনি বিসিবি। এরপরই নতুন কোচের জন্য খোঁজ শুরু করে বিসিবি। এবার নতুন কোচের নাম ঘোষণা করেছে তাঁরা।