বিপিএলের সপ্তম আসরের দিনক্ষণ নির্ধারণ

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সপ্তম আসর অনুষ্ঠিত হচ্ছে আগামী ৬ ডিসেম্বর। শনিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বিষয়টি নিশ্চিত করেছে।
চলতি বছরের জানুয়ারি-ফেব্রুয়ারিতে হয়েছিল বিপিএলের ষষ্ঠ আসর। মূলত জাতীয় নির্বাচনের কারণেই গত আসরটি পিছিয়ে এবছরের শুরুতে আয়োজন করা হয়েছিল।

ফলে একই বছর ক্রিকেট ভক্তরা দুটি বিপিএল আসর দেখতে পারছেন। বিপিএলের আসন্ন আসরকে সামনে রেখে ইতোমধ্যে দলগুলো নিজেদের গুছিয়ে নিতে শুরু করেছে।
আইকন ক্রিকেটাররাও দলবদল শুরু করে দিয়েছেন। চ্যাম্পিয়ন দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স ছেড়ে খুলনা টাইটান্সে যোগ দিয়েছেন ওপেনার তামিম ইকবাল।
আর চিটাগং ভাইকিংস ছেড়ে কুমিল্লা ভিক্টোরিয়ান্সে যোগ দিয়েছেন মুশফিকুর রহীম। এছাড়া বেশ নামি দামি ক্রিকেটারদের দলে ভিড়িয়ে প্রতিনিয়ত চমক দিচ্ছে দলগুলো।