promotional_ad

ম্যাচ হারলে কারো ভালো লাগে নাঃ সুজন

ছবিঃ বিসিবি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট || 


শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচে হেরে সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে পড়েছে বাংলাদেশ। রবিবার দ্বিতীয় ম্যাচে হারলে সিরিজ থেকেই ছিটকে যাবে তামিম ইকবালের দল। তবে দ্বিতীয় ম্যাচ জিতে সিরিজে ঘুরে দাঁড়াতে আত্মবিশ্বাসী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন কোচ খালেদ মাহমুদ সুজন।


তিনি মনে করেন, হারলে কারোরই ভালো লাগে না। স্বভাবতই সিরিজে পিছিয়ে পড়ে স্বস্তিতে নেই তিনিও। এখনও সিরিজের দুটি ম্যাচ বাকি আছে। রবিবার অনুষ্ঠিত হওয়া দ্বিতীয় ম্যাচটি জিতে ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশ।


promotional_ad

এই প্রসঙ্গে সুজন বলেছেন, 'ম্যাচ হারলে তো অবশ্যই কারো ভালো লাগে না। আমাদের ভালো লাগেনি। তবে আমাদের সুযোগ আছে। একটি ম্যাচ গেছে, আরো দুটি ম্যাচ আছে। অবশ্যই আমরা আগামীকালের ম্যাচটি জিততে চাই। তাহলে সিরিজে সমতা হতে পারে এবং কামব্যাক করতে পারি।'


সুজন মনে করেন সিরিজে ঘুরে দাঁড়ানোর সামর্থ্য আছে বাংলাদেশের। সিরিজের প্রথম ম্যাচে বোলিং, ফিল্ডিং কিংবা ব্যাটিংয়ে নিজেদের সেরাটা দিতে পারেনি বাংলাদেশ। সুজন মনে করেন এর চেয়ে ভালো খেলা সম্ভব ছিল তামিমদের।


সুজন জানান, 'আমি মনে করি আমাদের সামর্থ্য আছে। আমরা কাল যা খেলেছি তার চেয়ে আরো ভালো খেলতে পারতাম। ছেলেরাও সেটি বোঝে বলে মনে হয়। আমরা আশা করি ফিরতে পারবো ইনশাল্লাহ।'


২৮ জুলাই সিরিজের দ্বিতীয় ওয়ানডের পর আগামী ৩১ জুলাই সিরিজের তৃতীয় এবং শেষ ওয়ানডে অনুষ্ঠিত হবে। দুটি ম্যাচই অনুষ্ঠিত হবে কলম্বোর আর প্রেমাদাসা আন্তর্জাতিক স্টেডিয়ামে।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball