promotional_ad

একাদশে পরিবর্তন আসছে না, ইঙ্গিত সুজনের

ছবিঃ বিসিবি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


শ্রীলঙ্কার বিপক্ষে ৯১ রানের বড় ব্যবধানে পরাজিত হওয়ার পরও দ্বিতীয় ম্যাচের একাদশে পরিবর্তন আসবে না বাংলাদেশের। দলের অন্তর্বর্তীকালীন কোচ এবং ম্যানেজার খালেদ মাহমুদ সুজন এরই মধ্যে বিষয়টি জানিয়েছেন।


সুজনের মতে প্রথম ম্যাচে সম্ভাব্য সেরা একাদশই বাছাই করেছিল টিম ম্যানেজমেন্ট। তাই রবিবারের ম্যাচেও কম্বিনেশন ভাঙ্গা ঠিক হবে না। তাঁর বিশ্বাস তামিম, মুশফিক, রিয়াদরা আরো দায়িত্ব নিয়ে খেলতে পারলে ফলাফলও ইতিবাচক আসবে।



promotional_ad

দ্বিতীয় ওয়ানডের আগের দিন সুজন বলেন, 'আমরা ভালো একাদশই বাছাই করেছিলাম প্রথম ম্যাচের জন্য। সেই বিশ্বাসটি আমার থাকতে হবে এবং আমার আছে যে আমরা ইচ্ছা হলে আরেকটু ভালো করতে পারি এবং আরো দায়িত্ব নিলে হয়তো ভালো হবে। তবে পরিবর্তনের কথা আমরা এখনও চিন্তা করিনি আসলে।'


একাদশে একাধিক পরিবর্তন আনলেই যে দল আশানুরূপ পারফরম্যান্স উপহার দিতে পারবে সর্বদা এই বিষয়টি খাটে না বলে বিশ্বাস করেন সাবেক অধিনায়ক সুজন। আর সেই কারণে পরিবর্তনের পক্ষপাতী নন তিনি।


সুজনের ভাষায়, 'এরপরেও আমি বিশ্বাস করি যে অনেকগুলো পরিবর্তন আসলে যে ভালো হবে সবসময় সেটা না। আবার অনেক সময় পরিবর্তন আনলে ভালো হয়। যেটা আমি বললাম যে আমরা প্রথম ম্যাচে সম্ভাব্য সেরা একাদশ দিয়েছি।' 



রবিবার শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয়টিতে মাঠে নামবে বাংলাদেশ। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল ৩টায় শুরু হবে এই ম্যাচ। এই ম্যাচ জিতে সিরিজে সমতা ফিরিয়ে আনতে চাইবে তামিম ইকবালের দল। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball