promotional_ad

সাকিব, মাশরাফিদের কথা বলে লাভ নেইঃ তামিম

সংগৃহীত
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


কলম্বোয় সিরিজের প্রথম ওয়ানডেতে হারলেও স্কোয়াডের সকল ক্রিকেটারের প্রতি শ্রদ্ধা আছে অধিনায়ক তামিম ইকবালের। এ কারণেই স্কোয়াডে না থাকা ক্রিকেটারদের প্রসঙ্গে কথা বলতে চান না তিনি।


শ্রীলঙ্কার বিপক্ষে শুক্রবারের ম্যাচ শেষে তামিম বলেন, 'সাকিব বলেন বা মাশরাফি ভাই বলেন সবাই দলের জন্য খুব গুরুত্বপূর্ণ। এখন আমি যদি ওনাদের নিয়ে কথা বলি তাহলে আমার মনে হয় বাকি ১৫ জনের ওপর থেকে আমার মনোযোগ সরে যাবে।'



promotional_ad

সাকিব, মাশরাফিরা স্কোয়াডে না থাকায় তাদের প্রসঙ্গ না তোলার ব্যাপারেও অনুরোধ করেছেন তামিম। শ্রীলঙ্কা সফরে যে ১৫ জন সদস্য রয়েছে তাদেরকে নিয়েই সকল পরিকল্পনা সাজাতে হবে বলে জানান তিনি।


বাংলাদেশ দলের ভারপ্রাপ্ত অধিনায়ক বলেন, 'এখন যারা ফর্মে আছে তারা কিন্তু দলের সঙ্গে নাই। হয়তো বিসিবি সামনে তাদের আবারও খেলাবে। তখন হয়তো আমরা আরও ভালো দল পাবো। তবে এই মুহূর্তের জন্য আমার সামনে বাংলাদেশের ১৫ জন সেরা ক্রিকেটার আছে। এ কারণে আমি বার বার বলছি যে যারা এখানে নেই তাদের নিয়ে কথা বলেও লাভ নেই।'


স্কোয়াডে থাকা ক্রিকেটাররা অনেক ত্যাগ তিতিক্ষার পর আজকের অবস্থানে পৌঁছেছেন। এই মুহূর্তে আন্তর্জাতিক ক্রিকেটে ভালো না খেললেও তাদের উপযুক্ত সমর্থন দেওয়া উচিত; বিশ্বাস ওপেনার তামিমের।



তাঁর ভাষ্যমতে, 'এই ১৫ জনের পক্ষেই আমাদের কথা বলা উচিত। তাদের বেশি করে সুযোগ  দেওয়া উচিত। তারা সবাই ভালো ক্রিকেটার। দুই, চারটা ম্যাচে যদি তারা পারফর্ম না করে এর মানে এই নয় যে তারা ভালো খেলেইনা। এভাবে কেউ চিন্তা করে না যে প্রত্যেক ক্রিকেটার ১০-১৫ বছর কষ্ট করে এই জায়গায় আসার জন্য। 


কয়েকটি ম্যাচ দিয়ে একজন খেলোয়াড়কে যাচাই না করার আহ্বান জানিয়েছেন তামিম। খারাপ সময় থেকে ঘুরে দাঁড়ানোর জন্য সকলের সমর্থন প্রত্যাশা করেন তিনি। তামিমের বক্তব্য, 'এতো বছর কষ্ট করে, রান করে, উইকেট নিয়ে তারা যখন জাতীয় দলে এসে দুই-তিন ম্যাচ খারাপ খেলে এবং তাদের আমরা সমর্থন না করি তাহলে এটা খুব খারাপ তাদের জন্য। আমি বিশ্বাস করি তারাই আমাদের ভবিষ্যৎ। আমাদের শুধু তাদের পাশে থাকা উচিত।'
 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball