৮ রানের অপেক্ষায় মুশফিক

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে রবিবার (২৮ জুলাই) দ্বিতীয় ওয়ানডে খেলতে নামবে সফরকারী বাংলাদেশ। এই ম্যাচের আগে ছয় হাজার রানের দ্বারপ্রান্তে অবস্থান করছেন উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম।
তৃতীয় বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে ছয় হাজার রানের মাইলফলক স্পর্শ করতে তাঁর প্রয়োজন আর মাত্র ৮ রান। বর্তমানে ২১৪ ওয়ানডে বর্তমানে মুশফিকের সংগ্রহ ৫ হাজার ৯৯২ রান। রয়েছে ৭টি সেঞ্চুরি এবং ৩৬টি হাফসেঞ্চুরি।

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডেতে মাঠে নামার আগে ৬ হাজার রান পূর্ণ করতে ৭৫ রান প্রয়োজন ছিল মুশফিকের। শুক্রবারের (২৬ জুলাই) এই ম্যাচে ৮৬ বলে ৬৭ রানের ইনিংস খেলে নুয়ান প্রদীপের বলে আউট হওয়ায় মাইলফলকটি অধরা থাকে তাঁর।
এর আগে ওয়ানডেতে বাংলাদেশের হয়ে ছয় হাজারি ক্লাবে পা রাখার কীর্তি গড়েন ওপেনার তামিম ইকবাল ও বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ২০২টি ওয়ানডেতে তামিমের সংগ্রহ ৬ হাজার ৮৭১ রান।
১১টি সেঞ্চুরি এবং ৪৭টি হাফসেঞ্চুরির মালিক এই ওপেনার। ওয়ানডেতে বাংলাদেশের সর্বোচ্চ রান সংগ্রাহকও তামিম। তামিমের পর ২০৬ ম্যাচে ৬ হাজার ৩২৩ রান নিয়ে দ্বিতীয় স্থানে আছেন সাকিব। ৯টি সেঞ্চুরি এবং ৪৭টি হাফসেঞ্চুরি রয়েছে তাঁর ঝুলিতে।