ভালো ফিল্ডাররা ফিল্ডিং মিস করছেঃ তামিম

ছবি: সংগৃহীত

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
দুর্বল পেস আক্রমণের পাশাপাশি বাজে ফিল্ডিংয়ের কারণে ইংল্যান্ড বিশ্বকাপে বাজে ফলাফল করেছিল বাংলাদেশ। এবার শ্রীলঙ্কা সিরিজেও অব্যাহত রইল তা। দলের ভালো ফিল্ডাররাই খারাপ ফিল্ডিং করছে। যার কারণে বিষয়টিকে হতাশার মনে করছেন অধিনায়ক তামিম ইকবাল।
শুক্রবারের ম্যাচের সেঞ্চুরিয়ান কুশল পেরেরা'র ক্যাচ তালুবন্দি করতে পারেননি মাহমুদউল্লাহ রিয়াদ। এ ছাড়াও অনেক মিস ফিল্ডিং করেছে বাংলাদেশ।

শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ শেষে তামিম বলেন, 'আমরা যতটা বাজে ফিল্ডিং করছি, ফিল্ডিংয়ে আমরা অতোটা বাজে দল নয়। যে বিষয়টি হতাশার তা হচ্ছে, যে মিস ফিল্ডিংগুলো দেখা যাচ্ছে তা খুব ভালো ক্রিকেটাররা মিস করছে। এই বিষয়টি হতাশার।
আমরা আসলে এর চেয়ে অনেক ভালো ফিল্ডিং করতে পারি যা আমরা আগে করেছি। আপনি যদি আজকে হিসেব করেন ১০-১৫ রান আমরা মিস ফিল্ডিংয়ে দিয়েছি। সিঙ্গেল বা চার আটকাতে ব্যর্থ হয়েছি। ১০-১৫ রান খেলা শেষে অনেক বড় একটি বিষয়।'
অধিনায়কত্বে নতুন চ্যালেঞ্জ যুক্ত হল তামিমের। সিরিজে সমতায় ফেরার পাশাপাশি আগামী ম্যাচে নজর দিতে হবে ফিল্ডিংয়ের দিকেও।
বাঁহাতি এই ওপেনার আরও বলেন, 'ফিল্ডিংয়ে খুব দ্রুত উন্নতি করতে হবে আমাদের। কেননা ব্যাটিং বা বোলিংয়ে অনেক কিছুই আমাদের হাতে থাকবে না। ফিল্ডিংই একমাত্র জায়গা যেখানে আমরা সবসময় ভালো করতে পারি।'