promotional_ad

মহানায়কদের বিদায় এমনই হয়

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট || 


কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে প্রথম ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক ওয়ানডেকে বিদায় বলে দিয়েছেন লঙ্কান কিংবদন্তি পেসার লাসিথ মালিঙ্গা। এই ম্যাচেও উজ্জ্বল পারফর্মেন্স করে নিজের শেষটাও রাঙিয়েছেন তিনি।


ক্যারিয়ারের শুরু থেকেই লঙ্কান ক্রিকেটের নায়ক ছিলেন তিনি। শেষ করলেন মহানায়ক হয়ে। তাঁর সবচেয়ে বড় শক্তি ছিল ইয়র্কার। এটাকে এক প্রকার শিল্পের পর্যায়ে নিয়ে গেছেন তিনি। এর প্রভাব দেখা গেছে ক্যারিয়ারের শেষ ম্যাচে বাংলাদেশের বিপক্ষেও।


৩৮ রানের বিনিময়ে টাইগারদের ৩ উইকেট নিয়েছেন ডানহাতি এই পেসার। আগে ব্যাট করে বাংলাদেশকে ৩১৫ রানের লক্ষ্য ছুড়ে দিয়েছিল শ্রীলঙ্কা। সেই লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই স্বাচ্ছন্দ্যে খেলতে পারেনি বাংলাদেশ।



promotional_ad

মালিঙ্গার করা ইনিংসের প্রথম ওভারের পঞ্চম বলে রানের খাতা খোলার আগেই ইয়র্কার সামলাতে না পেরে ভূপতিত হয়ে বোল্ড হন বাংলাদেশ দলপতি তামিম ইকবাল। বাংলাদেশের আরেক ওপেনার সৌম্য সরকারকেও ফিরিয়েছেন মালিঙ্গা।


মৃত্যুবাণ ইয়র্কারেই সৌম্যকে কাবু করেছেন এই লঙ্কান পেসার। শুরু থেকেই মালিঙ্গাকে দেখে শুনে খেলছিলেন সৌম্য। দারুণ ফুটওয়ার্কে পার পেয়ে গেছেন তিনি। তবে ব্যক্তিগত ২২ রানের মাথায় সেই মালিঙ্গার বলেই বোল্ড হন এই বাঁহাতি।


বাংলাদেশের শেষ ব্যাটসম্যান মুস্তাফিজুর রহমানকে ব্যক্তিগত ১৮ রানে থিসারা পেরেরার ক্যাচ বানিয়ে আউট করে ইনিংসের ইতি টেনেছেন মালিঙ্গা। ফলে বাংলাদেশ ৯১ রানের হার নিয়ে মাঠ ছেড়েছে।


ম্যাচ শেষে মালিঙ্গা জানিয়েছেন, এটাই ওয়ানডে ক্রিকেট থেকে অবসরের সঠিক সময়। দলের জন্য অবদান রাখতে তরুণদের এখন সুযোগ দেয়া উচিৎ বলে মনে করেন তিনি। দলের হয়ে সেরাটা দেয়ার জন্য তরুণদের প্রতি আহ্বান জানিয়েছেন মালিঙ্গা।



মালিঙ্গার ভাষ্যমতে, 'আমি মনে মনে করি ওয়ানডে থেকে অবসর নেয়ার এটাই সঠিক সময়। আমি গত ১৫ বছর ধরে শ্রীলঙ্কার হয়ে খেলেছি এবং এটাই সঠিক সময় সরে দাঁড়ানোর। জেতাটা খুব গুরুত্বপূর্ণ। আমরা একটি তারুণ্য নির্ভর দল। আমি আমার ক্যারিয়ার জুড়ে সেরাটা দেয়ার চেষ্টা করেছি। দেশের অনেক তরুণ বোলারের দক্ষতা রয়েছে, তাই তাঁদের সুযোগ দেয়া উচিৎ এবং তাঁদের কাছ থেকে ম্যাচ উইনিং স্পেল বের করা উচিৎ। দলের জন্য তোমাদের ম্যাচ উইনার হতে হবে এটা আমার পরামর্শ।'


৩৩৮ উইকেট নিয়ে ওয়ানডে ক্যারিয়ার শেষ করলেন মালিঙ্গা। ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে সর্বাধিক উইকেট শিকারি বোলারদের মধ্যে তাঁর অবস্থান ৯ নম্বরে। শ্রীলঙ্কার হয়ে তৃতীয় সর্বাধিক উইকেট শিকারি মালিঙ্গা। তাঁর উপরে আছেন কেবল চামিন্দা ভাস এবং মুত্তিয়া মুরালিধরন।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball