promotional_ad

গেইলকে নিয়েই ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা

ছবিঃ আইসিসি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট || 


গেইলকে নিয়েই ভারতের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ। শুক্রবার ভারতের বিপক্ষে আসন্ন এই সিরিজের জন্য ১৪ সদস্যের স্কোয়াড ঘোষণা করে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। 


দলে ফিরেছেন ওপেনিং ব্যাটসম্যান জন ক্যাম্পবেল এবং অলরাউন্ডার রস্টন চেজ। পেসার কিমো পলও জায়গা পেয়েছেন স্কোয়াডে। এই তিনজনই বিশ্বকাপের আগে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজের দলে ছিলেন।



promotional_ad

অবশ্য বিশ্বকাপ দলে জায়গা হয়নি তাঁদের। ত্রিদেশীয় সিরিজে আয়ারল্যান্ডের বিপক্ষে ১৭৯ রানের ইনিংস খেলেছিলেন ক্যাম্পবেল। তবে ইনজুরির কারণে বিশ্বকাপ দলে জায়গা হারান তিনি।


বিশ্বকাপ দল থাকা চার ক্রিকেটার সুনীল অ্যামব্রিস, ড্যারেন ব্রাভো, অ্যাশলি নার্স এবং শ্যানন গ্যাব্রিয়েলকে বাদ দিয়ে ভারতের বিপক্ষে সিরিজের জন্য স্কোয়াড ঘোষণা করেছেন ওয়েস্ট ইন্ডিজ দলের নির্বাচকরা।


ভারতের বিপক্ষে গেইলের দলে থাকা বড় বিস্ময়ের জন্ম দিয়েছে কারণ, গত ফেব্রুয়ারিতে তিনি জানিয়েছিলেন, বিশ্বকাপের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নেবেন তিনি।



অবশ্য বিশ্বকাপের মাঝ পথেই সেই সিদ্ধান্ত থেকে সরে আসেন ক্যারিবীয় এই কিংবদন্তি। গেইল জানা্‌ ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজে খেলতে আগ্রহী তিনি। এবার গেইলের আগ্রহকেই প্রাধান্য দিয়েছেন নির্বাচকরা।


ওয়েস্ট ইন্ডিজ স্কোয়াড: জেসন হোল্ডার (অধিনায়ক), ক্রিস গেইল, জন ক্যাম্পবেল, এভিন লুইস, শেই হোপ, শিমরন হেটমায়ার, নিকোলাস পুরান, রস্টন চেজ, ফ্যাবিয়ান অ্যালেন, কার্লোস ব্র্যাথওয়েট, কিমো পল, শেলডন কটরেল, ওশানে থমাস, কেমার রোচ।
 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball