ইমরুল-রাহিদের সমতায় ফেরার লড়াই

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
আফগানিস্তান ‘এ’ দলের বিপক্ষে ওয়ানডে সিরিজের চতুর্থ ম্যাচে আগামীকাল (২৭ জুলাই) মাঠে নামবে বাংলাদেশ ‘এ’ দল। পাঁচ ম্যাচের অনানুষ্ঠানিক ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে পিছিয়ে থেকে লড়াইয়ে নামতে যাচ্ছে ইমরুল কায়েসের দলকে।
প্রথম দুই ম্যাচে হারের পর তৃতীয় ম্যাচে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ ‘এ’ দল। আফগানদের ৭ উইকেটের বড় ব্যবধানে হারায় ইমরুলবাহিনী। আবু জায়েদ রাহি, মেহেদী হাসানের দুর্দান্ত বোলিংয়ের পর ব্যাটসম্যানরা সহজ জয় তুলে নিলে সিরিজ বাঁচাতে সক্ষম হয় স্বাগতিকরা।
শনিবারের ম্যাচটি বাংলাদেশ ‘এ’ দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এ ম্যাচ হারালেই সিরিজ খোয়াতে হবে তাদের। যে কারণে ম্যাচটিতে জয়ের স্বাদ পেতে সর্বাত্মক চেষ্টায় থাকবে বাংলাদেশ ‘এ’ দলের ক্রিকেটাররা।

ছেড়ে কথা বলবে না আফগানরাও। ম্যাচটি জিতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করতে মুখিয়ে থাকবে সফরকারী দলটি।
বাংলাদেশ ‘এ’ দলঃ
ইমরুল কায়েস (অধিনায়ক), নাঈম শেখ, জাকির হাসান, আফিফ হোসেন, জাকির আলী (উইকেটরক্ষক), আবু জায়েদ রাহি, আবু হায়দার রনি, শফিকুল ইসলাম, নাজমুল ইসলাম অপু, ফজলে রাব্বি, আমিনুল ইসলাম বিপ্লব ও মিনহাজুল আবেদীন আফ্রিদি।
আফগানিস্তান ‘এ’ দলঃ
নাসির জামাল (অধিনায়ক), ওসমান গনি, ইব্রাহিম জাদরান, রহমানউল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), দারউইশ রাসুলি, শহিদুল্লাহ কামাল, ফাজাল নিয়াজায়, শারাফুদ্দিন আশরাফ, কায়েস আহমেদ, নাভিন উল হক, সাইদ আহমাদ শিরজাদ, ফরিদ মালিক, জিয়াউর রহমান আকবর, মুনির আহমেদ, করিম জানাত ও মিরওয়াইস আশরাফ।