promotional_ad

দ্বিতীয় ওভারেই আস্থার প্রতিদান দিলেন শফিউল

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


কলম্বোতে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। ম্যাচের শুরুতে টসে ভাগ্যটা অবশ্য যায়নি টাইগারদের পক্ষে। স্বাগতিক দলের অধিনায়ক দিমুথ করুনারত্নে টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন। এই ম্যাচ দিয়েই ওয়ানডে ক্যারিয়ারের ইতি টানতে যাচ্ছেন লঙ্কান পেসার লাসিথ মালিঙ্গা। টসের সময় করুনারত্নে জানিয়েছেন বিদায়ী ম্যাচে তাঁকে জয় উপহার দিতে চান তাঁরা। অন্যদিকে এই ম্যাচ দিয়েই ওয়ানডে ফরম্যাটে প্রথমবারের মত বাংলাদেশকে নেতৃত্ব দিচ্ছেন তামিম ইকবাল। টসের সময় এই ওপেনারও জানিয়েছেন, টস জিতলে বাংলাদেশও ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিতো।


শফিউলের আঘাতঃ



promotional_ad

টসে হেরে বোলিং করতে নেমে প্রথম ওভারে স্ট্রাইক বোলার হিসেবে তিন বছর পর দলে ফেরা শফিউল ইসলামের হাতে বল তুলে দেন অধিনায়ক তামিম ইকবাল। নিজের প্রথম ওভারে মাত্র ২ রান দেন এই পেসার। দ্বিতীয় ওভারে তামিম বল তুলে দেন স্পিনার মেহেদি হাসান মিরাজের হাতে। 


তৃতীয় ওভারের প্রথম বলে বড় ভুল করে বসেন তামিম। মিডল আন্ড লেগ স্টাম্পের বাইরের একটি বল আভিস্কা ফার্নান্ডোর পায়ে গিয়ে আঘাত হানলে রিভিউ নিয়ে বসে বাংলাদেশ। কিন্তু আউট না হওয়ায় রিভিউ নষ্ট হয়। 


একই ওভারের পঞ্চম বলে অফ স্টাম্পের অনেক বাইরে পড়া লুস বলে ড্রাইভ করতে গিয়ে স্লিপে সৌম্য সরকারের হা???ে ক্যাচ দিয়ে বসেন ওপেনার আভিস্কা।  ১৩ বলে খেলে ৭ রান করা এই ব্যাটসম্যানকে বিদায় করেন শফিউল।



সংক্ষিপ্ত স্কোরঃ


১৩/১ (৪ ওভার)



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball