আরো ভালো খেলে ইয়াসিরকে দলে আসতে হবেঃ আকরাম

ছবি: ছবিঃ রতন গোমেজ

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
সাকিব আল হাসানের অনুপস্থিতিতে শ্রীলঙ্কা সফরে ডাক পেয়েছেন এনামুল হক বিজয়। যদিও দলে ডাক পাওয়ার জোরালো সম্ভাবনা ছিল ইয়াসির আলী রাব্বির। তবে পারফর্মেন্সে ধারাবাহিকতার অভাবে নির্বাচকদের দৃষ্টি এড়িয়ে গিয়েছেন ইয়াসির। এ কারণে জাতীয় দলে ফিরতে হলে তাঁর আরও ধারাবাহিক হওয়া উচিত বলে মনে করছেন সাবেক অধিনায়ক আকরাম খান।
বিশ্বকাপের আগে আয়ারল্যান্ডে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজে প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পান ইয়াসির। কিন্তু ম্যাচ খেলা হয়নি তাঁর। বিশ্বকাপ শেষে আবারও তাঁকে ডাকা হবে এমনটা অনুমান করা হলেও শেষ পর্যন্ত ডাক পাননি তিনি।
ইয়াসির প্রসঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান বলেন, ‘ইয়াসির যে জায়গায় ব্যাটিং করার কথা তার চেয়ে ভালো খেলোয়াড় দলে খেলছে। সে পারফর্ম করছে, তবে তা কিন্তু তেমন আহামরি পারফর্মেন্স নয়।
সে গত বিপিএলে ভালো খেলেছে। ধারাবাহিকতা কিন্তু সবারই থাকতে হবে। সে কিন্তু তেমন পারফর্ম করছে না। ওকে জাতীয় দলে আসতে হলে এখন যেমন পারফর্ম করছে তার চেয়ে ভালো পারফর্ম করতে হবে।’
বর্তমানে ‘এ’ দলের সঙ্গে ভারত সফরে আছেন ২৩ বছর বয়সী এই মিডল অর্ডার ব্যাটসম্যান। সেখানে ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন চিটাগং থেকে উঠে আসা এই ক্রিকেটার।

তাঁর প্রতি বোর্ডের নজর আছে জানিয়ে বৃহস্পতিবার আকরাম আরও বলেন, ‘ভারতে গিয়ে সে শেষ ম্যাচে দলে ছিল না। রাব্বি একজন ভবিষ্যত খেলোয়াড়। ওর প্রতি নজর আছে বিধায় ওকে ‘এ’ দলের সঙ্গে ভারতে পাঠিয়েছি।’