মালিঙ্গার শেষ ম্যাচ ভেসে যেতে পারে বৃষ্টিতে!

ছবি: ছবিঃ- আইসিসি

|| ডেস্ক রিপোর্ট ||
কলম্বোতে শ্রীলঙ্কা-বাংলাদেশ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ শুরুর আগের দিন (বৃহস্পতিবার) বৃষ্টি শুরু হয়েছে। শুক্রবারের ম্যাচ হওয়ার সম্ভাবনা নিয়েও জেগেছে প্রশ্ন।
স্থানীয় আবহাওয়া অফিস বলছে, ২৬ জুলাই বৃষ্টি হওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে। এ সময় তাপমাত্রা ২৯ ডিগ্রী সেলসিয়াস থাকলেও মুষলধারে বৃষ্টি হবে, এমনটাই বলেছে তারা।

২৬ জুলাই আন্তর্জাতিক ওয়ানডে ক্যারিয়ারের শেষ ম্যাচটি খেলবেন শ্রীলঙ্কান পেসার লাসিথ মালিঙ্গা। কিংবদন্তি এই পেসারের বিদায়ী ম্যাচটি ভেসে যেতে পারে বৃষ্টিতে!
কিছুদিন আগে শেষ হওয়া ইংল্যান্ড বিশ্বকাপে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছিল। এবার সিরিজের প্রথম ওয়ানডেতেও হানা দিতে পারে বৃষ্টি।
এ ছাড়া ২৮ এবং ৩১ জুলাই, অর্থাৎ সিরিজের অবশিষ্ট দুটি ওয়ানডে ম্যাচেও বাধা হয়ে দাঁড়াতে পারে বৃষ্টি।