জিম্বাবুয়ের বদলি পাকিস্তান?

ছবি: ছবিঃ আইসিসি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
আইসিসির সদস্যপদ স্থগিত হওয়ায় আগামী সেপ্টেম্বরে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে আসা হচ্ছে না জিম্বাবুয়ের। যে কারণে জিম্বাবুয়ের বদলি খুঁজছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
আইসিসির ফিউচার ট্যুর পোগ্রাম (এফটিপি) অনুযায়ী আগামী সেপ্টেম্বরে প্রায় সবগুলো দলই ব্যস্ত থাকবে নিজেদের সিরিজ নিয়ে। ওই সময়ে আন্তর্জাতিক ম্যাচ থাকবে না কেবল পাকিস্তানের।
ওই সময়ে জিম্বাবুয়ের বদলি হিসেবে কেবল পাকিস্তানকেই পেতে পারে বিসিবি। যদিও এই ব্যাপারে বোর্ড এখনই কোনও নিশ্চয়তা দিচ্ছে না।
বিসিবির অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান বৃহস্পতিবার এই ব্যাপারে বলেন, ‘তিন নম্বর আরেকটি দলকে আনার চেষ্টা আমরা করব, তবে পাওয়ার সম্ভাবনা কম। যারা খালি থাকবে তাদেরকে আনার চেষ্টা করব, এরপরেও মনে হচ্ছে সুযোগটি কম।’
এফটিপি অনুযায়ী আফগানিস্তান এবং বাংলাদেশের মধ্যেই হওয়ার কথা ছিল সিরিজটি। কিন্তু জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড অনুরোধ করায় তাদেরকেও বিবেচনায় নেয় বিসিবি।
‘এখনও আমাদের প্রধান নির্বাহীর সাথে কথা বলতে পারিনি। তবে যতটুকু জানি যে আমরা জিম্বাবুয়ে ছাড়াই সিরিজটি খেলব। জিম্বাবুয়েকে রাখা হয়েছিল আইসিসির সভার আগে।
তখন আমরা ক্যালেন্ডারে রেখেছিলাম তাদের। আমরা হয়তো দুই এক দিনের মধ্যে সিদ্ধান্ত নেবো। খুব সম্ভবত আমরা জিম্বাবুয়েকে ছাড়াই আমরা সিরিজ খেলব।’

তবে তৃতীয় দলটি কারা হবে, এ ব্যাপারটি নিশ্চিত করতে পারেনি বিসিবি। সম্ভাব্য দল হিসেবে পাকিস্তানের নামটিই সবার আগে উঠে আসছে।