promotional_ad

শেষ নিয়ে ভাবছেন না তামিম

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডের ফলাফল নিয়ে ভাবছেন না বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল। ম্যাচের শুরুতেই শেষ নিয়ে ভাবলে তা দলের জন্য নেতিবাচক হয়ে দাঁড়াতে পারে বলে ধারণা তামিমের।  


ম্যাচের প্রথম থেকেই নিয়ন্ত্রণ নেয়ার পরিকল্পনা নিয়ে মাঠে নামবে তামিমবাহিনী। ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে তামিম জানিয়েছেন, জয় ছাড়া অন্যকিছু ভাবছে না বাংলাদেশ।



promotional_ad

তামিম বলেন, ‘এই মুহূর্তে লক্ষ্য হলো প্রথম সেশনটি ভালো করে শুরু করা। আমার কাছে মনে হয়, আমি সবসময় বলি যে স্টার্টিং লাইনের আগে যদি ফিনিশিং লাইন দেখা শুরু করি তাহলে সেটি একটি সমস্যা।


আমাদের একটি ভালো শুরু করতে হবে আগামীকাল, সেটি বোলিং কিংবা ব্যাটিং যেটাই করি না কেন। আর অবশ্যই আমাদের মূল লক্ষ্য থাকবে ম্যাচটি জেতার। আমরা এক ধাপ করে এগোতে চাই। আমরা অনেক দূর যেতে চাই।’ 


বিশ্বকাপের ব্যর্থতা শেষে এই সিরিজ দিয়েই নতুনভাবে শুরু করার অপেক্ষায় বাংলাদেশ। যে কোনো মূল্যে এই সিরিজ জিততে চান অধিনায়ক তামিম। তাই ছোট ছোট বিষয়গুলো ঠিকভাবে পালন করার লক্ষ্য নিয়ে মাঠে নামবে তাঁর দল। 



তামিম আরও বলেন, ‘আমি নিশ্চিত যে আমাকে যদি জিজ্ঞেস করেন কিংবা ওদের অধিনায়ককেও জিজ্ঞেস করেন তাহলে সেও বলবে যে সিরিজটি জিততে চায়। 


আমিও চাই সিরিজ জিততে। আপনাকে সব ছোট ছোট বিষয় সঠিকভাবে পালন করতে হবে। আর এটি শুরু হবে ম্যাচের প্রথম বল থেকেই। সেটি আমরা বোলিং কিংবা ব্যাট যেটাই করি।’  



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball