promotional_ad

দুই দিন আগেই শেষ মালিঙ্গার বিদায়ী ম্যাচের টিকিট!

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


আগেই ঘোষণা দিয়েছিলেন বাংলাদেশের বিপক্ষে সিরিজেই ওয়ানডে ক্যারিয়ারের ইতি টানবেন লাসিথ মালিঙ্গা। ২৬ জুলাই সিরিজের প্রথম ওয়ানডে খেলার পরই ৫০ ওভারের ক্রিকেট বুট-জুতো তুলে রাখবেন এই ডানহাতি পেসার।


জানা গেল, মালিঙ্গার বিদায়ী ম্যাচের টিকিট ইতোমধ্যে শেষ! ২৬ তারিখের ম্যাচের টিকিট নাকি দুই দিন আগেই সব বিক্রি হয়ে গিয়েছে। ম্যাচের আগের দিনও অনেকে কাউন্টারের সামনে টিকিটের জন্য বসে আছেন।


শুধু মাত্র মালিঙ্গার বিদায়ী ম্যাচ দেখার জন্য। শ্রীলঙ্কার হয়ে ওয়ানডেতে তৃতীয় সর্বোচ্চ উইকেট শিকার করা এই বোলারকে শেষবার চোখের সামনে দেখতে এখন সমর্থকদের মাঝে টিকিট নিয়ে চলছে হাহাকার। 



promotional_ad

২৬ জুলাইয়ের ম্যাচের টিকিটের জন্য ২৩ তারিখেই শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের সামনে লাইন লেগে গিয়েছিল। টিকিট ছাড়ার ২৪ ঘন্টার মধ্যে ম্যাচের সব টিকিট বিক্রি হয়ে গিয়েছে!


এর আগে অনেক লঙ্কান ক্রিকেটারই ঘরের মাঠে ক্রিকেটকে বিদায় বলেছেন। কিন্তু দুই দিন আগে টিকিট বিক্রি হয়ে যাওয়ার ঘটনা নাকি এবারই প্রথম! মালিঙ্গার বিদায়ের ঘোষণা অন্তত এ সিরিজের প্রথম ম্যাচ নিয়ে আগ্রহটা বাড়িয়ে দিচ্ছে অনেক।


যদিও শ্রীলঙ্কা চেয়েছিল পুরো ওয়ানডে সিরিজেই খেলুক মালিঙ্গা। অধিনায়ক দিমুথ করুনারত্নে ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন। বলেছেন, তরুণদের সুযোগ করে দিতেই এক ম্যাচ খেলে বিদায় নিতে চাইছেন এই পেসার। 


করুনারত্নে বলেন, 'আমি তাঁর সঙ্গে কথা বলেছি। আমি তাঁকে তিন ম্যাচ খেলে অবসর নিতে বলেছি। তবে সে একটি মাত্র ম্যাচ খেলতে চায় শ্রীলঙ্কায় এবং তরুণদের সুযোগ করে দিতে চায় বিশ্বকাপের জন্য।' 



কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে নিজের শেষ ওয়ানডে খেলতে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছেন মালিঙ্গা। বিদায় ম্যাচে দেশকে জয় উপহার দিয়েই ভক্ত সমর্থকদের আনন্দের জোয়ারে ভাসাতে চাইবেন এই লঙ্কান। ২৬ জুলাই বাংলাদেশ সময় বিকেল তিনটায় শুরু হবে ম্যাচটি।  



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball