promotional_ad

পাইপলাইনের জোর বাড়াতে দীর্ঘমেয়াদী পরিকল্পনা

ছবিঃ ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট || 


ভবিষ্যতের জন্য বাংলাদেশের ক্রিকেট কাঠামোকে শক্তিশালীভাবে গড়ে তুলতে দীর্ঘমেয়াদী পরিকল্পনা হাতে নিচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেই পরিকল্পনা বাস্তবায়নের জন্য অন্তত চার বছর সময় ব্যয় করতে চায় বিসিবি।


বুধবার সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছেন, জাতীয় দল আর ‘এ’ দল নিয়ে ভাবলে শক্তিশালী দল তৈরি করা যায়। কিন্তু অন্য দলগুলোর খেলা থাকলে পাইপলাইনের সামর্থ্য বোঝা যায়। তবে ‘এ’ দল, বিসিবি একাদশ কিংবা বয়সভিত্তিক দলগুলোকে শক্তিশালী হিসেবে গড়ে তোলার সামর্থ্য বিসিবির এখনও হয়নি বলে মনে করেন তিনি।


‘আমাদের যদি একটা টিম থাকে, বাকি দলগুলো মিলিয়ে একটা ‘এ’ টিম করা গেলে অনেক শক্তিশালী টিম করা যায়। কিন্তু যখন ভাগ হয়ে যায় তখন আসল সামর্থ্য বোঝা যায়। আমদের এতো সামর্থ্য এখনও আসেনি। খেলার জন্য আমরা যে পাঠাচ্ছি এটাই অনেক কিছু। আমাদের ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাচ্ছে। এবার দীর্ঘমেয়াদের পরিকল্পনা নিচ্ছি, অন্তত চার বছর। অল্প সময় না, আমরা চেষ্টা করছি সময় দিতে। দেখা যাক কী হয়।’



promotional_ad

বিসিবির সবগুলো দলই এখন ব্যস্ত সময় পার করছে। জাতীয় দল তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে শ্রীলঙ্কায় অবস্থান করছে। ‘এ’ দল দেশের মাটিতে আফগানিস্তান ‘এ’ দলের বিপক্ষে সিরিজ খেলছে। বিসিবি একাদশ ভারতে ড. (ক্যাপ্টেন) থিম্মাপ্পিয়া মেমোরিয়াল টুর্নামেন্টে খেলছে।


ব্যস্ত সময় কাটছে বাংলাদেশ জাতীয় নারী দল এবং অনূর্ধ্ব-১৯ দলেরও। বাংলাদেশের যুবারা ত্রিদেশীয় সিরিজ খেলতে ইংল্যান্ডে আছেন। বাংলাদেশ নারী দলের ব্যস্ততা রয়েছে দক্ষিণ আফ্রিকা সিরিজ নিয়ে। সব মিলিয়ে দেশের ৬৫ জন ক্রিকেটার ব্যস্ত রয়েছেন মাঠে। এটাকেই বড় অর্জন মনে করছেন বিসিবি সভাপতি। নাজমুল হাসান জানিয়েছেন, এর বাইরেও অনেক কিছু করার আছে। এসব নিয়েই পরিকল্পনা করছেন তাঁরা।


‘অনেক কিছুই করার আছে। আমরা সেটা দেখব। একটা জিনিস আপনারা কেউ বলছেন না। এই যে ৬৫ জন ক্রিকেটার আন্তর্জাতিক ক্রিকেত খেলছে আজ বাংলাদেশে। এটা কি আপনাদের আশ্চর্য লাগে না? এতগুলো ছেলে আসলো কই থেকে? হারা জেতা বড় কথা না।


ভারতে আমাদের দল খেলছে, চিটাগংয়ে আমাদের ভালো অবস্থা। মানে জেতার কথা। অনূর্ধ্ব-১৯ দল ইংল্যান্ডে। ওখানে গত ম্যাচ জিতেছে। আমাদের জাতীয় দল বাইরে। আগে তো ন্যাশনাল টিমই বাইরে যেতে পারতো না। এখন সবাই যাচ্ছে। আবার নারী ক্রিকেট দল খেলছে।’ যোগ করেন বিসিবি সভাপতি।



পাইপলাইনের বেশিরভাগ খেলোয়াড় ব্যস্ত থাকলেও এটা আগামী ২-৩ বছরের জন্য পর্যাপ্ত নয় বলে মনে করেন নাজমুল হাসান। এটা নিয়ে পড়ে থাকলে সামনে এগিয়ে যাওয়া সম্ভব হবে না বলে ধারণা তাঁর। এখন বাংলাদেশের আগামী ৮-১০ বছরের পরিকল্পনা নিয়ে এগোনো উচিত, এমনটাই বিশ্বাস বিসিবি সভাপতির।


‘আমাদের পাইপ লাইনে বেশি খেলোয়াড় নেই, মাত্র ২-৩ বছরের খেলোয়াড় আছে। যা দিয়ে আমরা বেশিদূর যেতে পারবো না। আমাদেরকে ৮-১০ বছরের পরিকল্পনা করতে হবে, যেন ৮-১০ বছরে আমাদের কোনো সমস্যায় পড়তে না হয়।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball