রোডসের কালচারের সঙ্গে আমাদের মেলেনিঃ পাপন

ছবি: ছবিঃ ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
সংস্কৃতিগত দিক থেকে মিল না হওয়ার কারণে প্রধান কোচ কোচ স্টিভ রোডসের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এমনটাই জানিয়েছেন বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন।
বিশ্বকাপ শুরুর আগে লন্ডনে চারদিনের অনুশীলন ক্যাম্পের আয়োজন করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে অনুশীলন ঐচ্ছিক হওয়ার বাংলাদেশের ক্রিকেটাররা অনুশীলন করেননি। এর দায় বাংলাদেশের সাবেক কোচ রোডসকেই দিচ্ছেন বিসিবি সভাপতি।

এই প্রসঙ্গে বিসিবি সভাপতি বলেন, ‘বিশ্বকাপের আগে আমরা অনুশীলন করার জন্য আয়োজন করলাম। সেখানে আমাদের অনুশীলন হলো না। ঐচ্ছিক করে দেয়াতে কেউ এলো না। এটা তো কালচারাল মিস-ম্যাচ। ও মনে করেছে প্রত্যেক প্লেয়ার নিজ ইচ্ছাতেই প্র্যাক্টিস করবে। কিন্তু এটা তো আমাদের সঙ্গে মেলে না। ঐচ্ছিক, তাই কেউ আসেনি। তাহলে তো লাভ হলো না। আমরা অনেক টাকা খরচ করে আয়োজনটা করেছিলাম।’
বিশ্বকাপে ভারত-পাকিস্তানের বিপক্ষে ম্যাচের আগে বাংলাদেশের ক্রিকেটারদের পাঁচ দিনের ছুটি দিয়েছিলেন রোডস। এই ছুটিতে বাংলাদেশ দলের সবাই ঘুরে বেড়িয়েছে। এই বিষয়টি মেনে নিতে পারছেন না নাজমুল হাসান। তিনি মনে করেন, বিশ্বকাপের মাঝ পথে ছুটি দেয়া এটা ইংল্যান্ডের সংস্কৃতির সঙ্গে গেলেও বাংলাদেশের সঙ্গে এগুলো খাপ খায় না।
‘ইন্ডিয়া-পাকিস্তানের বিপক্ষে খেলার আগে পাঁচ পাঁচদিন ছুটি দেয়া হলো। বিশ্রাম দিতে পারে। দুইটা দুই জিনিস। সবাই চলে গেছে বাইরে। ঘুরেছে, ফিরছে। মনোযোগ তো এখানেই ভেঙে যায়। এই জিনিসগুলো, ওদের কালচারে হয়তো এগুলো ঠিক আছে, সমস্যা নেই। আমরা মনে করি আমাদের কালচারের সাথে এগুলো খাপ খায় না। এগুলো নিয়ে আলোচনা হয়েছে। আমরা মিলিতভাবে সিদ্ধান্ত নিয়েছি। আমরা তাঁকে বাদ দেইনি। দুজন মিলে আলোচনা করেছি আমরা আলাদা হয়ে যেতে পারি।’
মূলত এই দুই কারণেই বাংলাদেশের সাবেক কোচ স্টিভ রোডসের সঙ্গে সম্পর্ক ছিন্ন করা হয়েছে। বিসিবি সভাপতি অবশ্য নিশ্চিত করেছেন ইংলিশ এই কোচকে বাদ দেয়া হয়নি। দুই পক্ষ আলোচনা করে মিচুয়্যাল সেপারেশনের সিদ্ধান্তে এসেছে।