দলকে সিরিজে টিকিয়ে রাখলেন রাব্বি-রাহিরা

ছবি: ছবিঃ বিসিবি

|| ডেস্ক রিপোর্ট ||
আফগানিস্তান ‘এ’ দলের বিপক্ষে প্রথম দুই ম্যাচ হেরে ৫ ম্যাচ সিরিজে ২-০ ব্যবধানে পিছিয়ে পড়েছিল বাংলাদেশ 'এ' দল। তৃতীয় ওয়ানডেতে ৭ উইকেটের বড় জয়ে সিরিজে ফিরেছে ইমরুল কায়েসের দল। এই ম্যাচে হারলেই সিরিজ খোয়াতে হতো বাংলাদেশ 'এ' দলকে।
বুধবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আগে ব্যাটিং করতে নেমে আবু জায়েদ রহি এবং মেহেদী হাসানের বোলিং তোপে ৩২.৪ ওভারে মাত্র ১২২ রানে গুটিয়ে যায় আফগানিস্তান 'এ' দল।
নাগালের মধ্যে লক্ষ্য পেয়ে মাত্র ৩ উইকেট হারিয়েই জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ 'এ' দল। ১২৩ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরুতেই ওপেনার মোহাম্মদ নাইমের উইকেট হারায় বাংলাদেশ 'এ' দল।
তিনি মাত্র ২ রান করে ফরিদ আহমেদের বলে বোল্ড হয়ে ফেরেন। এরপর ওপেনার ও অধিনায়ক ইমরুল কায়েস সাজঘরে ফেরেন ব্যক্তিগত ২৩ রানে জিয়া উর রহমানের বলে এলবিডব্লিউ হয়ে। দ্রুত দুই উইকেটের পতনের পর দলের হাল ধরতে ব্যর্থ হয়েছেন উইকেটরক্ষক ব্যাটসম্যান জাকির হাসান।

তাঁর ব্যাট থেকে এসেছে মাত্র ১২ রান। এই বাঁহাতি ব্যাটসম্যান আফগান বোলার করিম জানাতের শিকার হয়েছেন। চতুর্থ উইকেটে দারুণ জুটি গড়ে বাংলাদেশ 'এ' দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন ফজলে মাহমুদ রাব্বি এবং আফিফ হোসেন। রাব্বি ৭৯ বলে ৪টি চার ও একটি ছক্কায় ৫৭ করে অপরাজিত থাকেন।
এর আগে টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে আবু জায়েদ রাহি ও মেহেদি হাসানদের তান্ডবে শুরু থেকেই উইকেট হারাতে থাকে আফগানরা। দলের হয়ে সর্বোচ্চ ২৫ রান করেন ওপেনার ইব্রাহিম জাদরান। আর কেউ দাঁড়াতে না পারলে ৩২.৪ ওভারে ১২২ রানেই গুটিয়ে যায় আফগানিস্তান 'এ' দল।
বাংলাদেশের ডানহাতি পেসার রাহি ৫.৪ ওভারে মাত্র ২৮ রানের বিনিময়ে তুলে নেন ৪টি উইকেট। দুর্দান্ত বোলিং করেছেন স্পিনার মেহেদী হাসানও। তিনি নিয়েছেন ৩টি উইকেট। এছাড়া একটি করে উইকেট গেছে আবু হায়দার রনি এবং নাজমুল ইসলাম অপুর ঝুলিতে।
সংক্ষিপ্ত স্কোর:
আফগানিস্তান ‘এ’ দল: ১২২ (৩২.৪ ওভার) (ইব্রাহিম ২৫, রাসুলি ১৬, আশরাফ ১৭; আবু জায়েদ ৫.৪-১-২৮-৪, মেহেদী ৭-২-২৪-৩)
বাংলাদেশ এ দল: ১২৩/৩ (৩০.৩ ওভার) (ইমরুল ২৩, মাহমুদ ৫৭*, আফিফ ২১*; ফরিদ-৭-০-৩৬-১, করিম ৫-০-২৫-১)
ফল: বাংলাদেশ ‘এ’ দল ৭ উইকেটে জয়ী
ম্যান অব দা ম্যাচ: আবু জায়েদ