promotional_ad

হাতুরুসিংহে কোচ হচ্ছেন, তথ্যটি ভুলঃ পাপন

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


চলতি মাসে স্টিভ রোডসের সঙ্গে হেড কোচের চুক্তি বাতিল করার পর গুঞ্জন উঠেছিল ফের বাংলাদেশ দলের কোচ হতে যাচ্ছেন শ্রীলঙ্কার চন্ডিকা হাথুরুসিংহে। কিন্তু বুধবার বাংলাদেশ ক্রিকেট  বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন এই গুঞ্জন উড়িয়ে দিয়েছেন।


বলেছেন, হাতুরুসিংহে ফের বাংলাদেশের কোচ হচ্ছেন, এই তথ্য ভুল। তবে সে যদি বাংলাদেশের কোচ হতে চায়, তাহলে বিষয়টি পর্যালোচনা করা হবে। কিন্তু এখন পর্যন্ত নির্দিষ্ট কারো সঙ্গে কথা হয়নি বিসিবির বলে নিশ্চিত করেছেন বোর্ড সভাপতি। 


বর্তমানে শ্রীলঙ্কা দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন হাতুরুসিংহে। এমনঅবস্থায় তাঁর সঙ্গে কথা বলা সম্ভ??? নয়। আর এই সিরিজই শ্রীলঙ্কা দলের হেড কোচ হিসেবে হাতুরুসিংহের শেষ অ্যাসাইনমেন্ট হিসেবে ধরে নেয়া হচ্ছে। কারণ দেশটির ক্রীড়া মন্ত্রী চাইছেন না এই লঙ্কানকে তাদের কোচ হিসেবে রাখতে।



promotional_ad

এমনঅবস্থায় দ্বিতীয় দফায় হাতুরুসিংহে কোচ বানানো হবে কিনা, এই বিষয়ে পাপন বলেন, 'এখন তো শ্রীলংকা সিরিজ চলছে। হাথুরুসিংহের সঙ্গে এখন  কথা বলা নিষিদ্ধ, এখন তো কথা বলাই যাবে না। তো এটা নিয়ে যে তথ্য এসেছে সেটা ঠিক না।


'এই সিরিজের পর যদি তার ব্রেক থাকে আর সে যদি আসতে চায় তাহলে সেও কোচের পদে একজন ক্যান্ডিডেট। ওরকম নির্দিষ্ট কিছু আমাদের এখনও কারো সাথে হয়নি।'


রোডস চাকরীচ্যুত হওয়ার পরের দিনই গুঞ্জন শোনা গিয়েছিল, হেড কোচের জন্য সাবেক কোচ চন্ডিকা হাথুরুসিংহের কাছে শরনাপন্ন হতে পারে বিসিবি। বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক এবং বর্তমান ম্যানেজার খালেদ মাহমুদ সুজনের কথায় এমনই ইঙ্গিত দিয়েছিলেন। 


সুজন বলেছিলেন, 'যদি চান্দিকা আমাদের জন্য ভালো হয় তাহলে কেন নয়? এটা তো বোর্ড সিদ্ধান্ত নিবে যে আমাদের জন্য ভালো হবে। সব কিছুর পেছনে কারণ থাকে, কারণ ছাড়া কোনো কিছুই হয় না। হয়তো তাঁর চলে যাওয়ার পেছনেও কোনো কারণ ছিল, যেকারণে সে চলে যেতে বাধ্য হয়েছিল।



আমি সেটা বলছি না যে চান্দিকা আসবে বা তাঁর সাথে বোর্ড কথা বলেছে সেটাও আমি বলছি না। আমি বলছি কোনো একটা নাম সে যদি বাংলাদেশের ক্রিকেটের জন্য ভালো হয় বা আমরা মনে করি। চান্দিকার রেকর্ড তাই বলে সে ভালো। সে হয়তো শ্রীলঙ্কার সাথে চুক্তি নবায়ন করতে পারে বা সেখানেই চালিয়ে যেতে পারে, আপনি তো কিছুই জানেন না।'


আসন্ন শ্রীলঙ্কা সিরিজের আগে কোনো হেড কোচ নিয়োগ দিতে পারেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড। যে কারণে এই সিরিজে টাইগারদের অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন খালেদ মাহমুদ সুজন।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball