promotional_ad

প্রস্তুতি ম্যাচের পারফর্মেন্সে সন্তুষ্ট সুজন

ছবিঃ ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট || 


মূল সিরিজের আগে কলম্বোর পি সারা ওভালে শ্রীলঙ্কা বোর্ড সভাপতি একাদশকে বাংলাদেশ হারিয়েছে ৫ উইকেটের ব্যবধানে। তামিম ইকবালের নেতৃত্বাধীন দলটি হেসে খেলে জয় পাওয়ায় সন্তুষ্টি প্রকাশ করেছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন কোচ খালেদ মাহমুদ সুজন।


প্রস্তুতি ম্যাচে পাওয়া জয়টিকে অনেক গুরুত্বপূর্ণ হিসেবেই নিচ্ছেন তিনি। সাবেক এই পেসার জানিয়েছেন ইংল্যান্ডের বিরুদ্ধ কন্ডিশন থেকে এসে শ্রীলঙ্কা প্রচন্ড গরমের মধ্যে পারফর্মেন্স করা সহজ ছিল না বাংলাদেশের জন্য। 



promotional_ad

তিনি বলেছেন, 'আমি সবসময়ই বলি উইনিং ইজ অ্যা হ্যাবিট। কালকের জয়টা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। হঠাৎ করে ইংল্যান্ড থেকে এসে এরকম একটা কন্ডিশনে আসা। হয়ত বাংলাদেশে এই রকমই গরম। কিন্তু এখানে গরমটা একটু বেশি গায়ে লাগে। প্রস্তুতি ম্যাচ হওয়াতে ভালো হয়েছে। ছেলেরা ভালো খেলেছে।'


শ্রীলঙ্কা বোর্ড সভাপতি একাদশের দেয়া ২৮২ রানের লক্ষ্য ৫ উইকেট আর ১১ বল হাতে রেখেই পেরিয়েছে বাংলাদেশ। ৯১ রানের ইনিংস খেলে দলকে সহজ জয় পাইয়ে দিয়েছেন বাংলাদেশের টপ অর্ডার ব্যাটসম্যান মোহাম্মদ মিঠুন।


দারুণ ব্যাটিংয়ের পর কোচের প্রশংসায় ভেসেছেন ডানহাতি এই ব্যাটসম্যান। প্রস্তুতি ম্যাচে জয় যে আত্মবিশ্বাস বাড়িয়েছে এটা মূল সিরিজে কাজে লাগবে বলেই বিশ্বাস অন্তর্বর্তীকালীন কোচ সুজনের।



এই প্রসঙ্গে তিনি বলেন, 'আমরা ২৭০+ স্কোর খুব সহজেই তাড়া করেছি আমি মনে করি। যদিও আমরা পাঁচ উইকেটে জিতেছি। তিন নম্বরে মিঠুনের ব্যাটিং করা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আমি মনে করি প্রথম ম্যাচে জয় আমাদের মোরালি উন্নতি করেছে। এটা সামনে কাজে লাগবে।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball