কুলাসেকারার আকস্মিক অবসর

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
সব ধরণের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন শ্রীলঙ্কার পেসার নুয়ান কুলাসেকারা। লঙ্কানদের অভিজ্ঞ এই পেসার বুধবার সংবাদমাধ্যমকে নিজের অবসরের কথা জানিয়েছেন।
২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী শ্রীলঙ্কা দলের সদস্য ছিলেন ৩৭ বছর বয়সী এই পেসার। ২০০৩ সালে ইংল্যান্ডের বিপক্ষে আন্তর্জাতিক ওয়ানডেতে অভিষেক হয় তাঁর। এরপর লম্বা সময় শ্রীলঙ্কা দলের পেস বোলিং আক্রমণের নেতৃত্ব দিয়েছেন তিনি।

১৮৪টি ওয়ানডে ম্যাচে শ্রীলঙ্কার প্রতিনিধিত্ব করেছেন তিনি। বল হাতে নিয়েছেন ১৯৯টি উইকেট। ২০০৫ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে সাদা পোষাকে অভিষেক হয় কুলাসেকারার। সর্বশেষ ২০১৭ সালের জুলাইয়ে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে খেলেছেন তিনি।
টেস্ট ক্যারিয়ারে ২১টি ম্যাচ খেলেছেন কুলাসেকারা। দখল করেছেন ৪৮টি উইকেট। ক্রিকেটের এই রাজকীয় ফরম্যাটে নিজেকে মেলে ধরতে পারেননি তিনি। অবশ্য সীমিত ওভারের ক্রিকেটে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন এই পেসার।
২০০৮ সালে পাকিস্তানের বিপক্ষে অভিষেকের পর ২০১৮ পর্যন্ত টি-টোয়েন্টি দলের নির্ভরযোগ্য অংশ ছিলেন তিনি। ৫৮টি টি-টোয়েন্টি ম্যাচে ৬৬ উইকেট নিয়ে এই ফরম্যাটে শ্রীলঙ্কার তৃতীয় সর্বোচ্চ উইকেট শিকারি কুলাসেকারা।
২০১৮ সালের মার্চের পর থেকে সিনিয়র লেভেলে প্রতিযোগিতামূলক ক্রিকেটে খেলেননি কুলাসেকারা। এবার অবসরের সিদ্ধান্ত নিয়ে ক্রিকেটকেই বিদায় বলে দিলেন এই তারকা।