promotional_ad

বিপিএলে মাহমুদউল্লাহর ঠিকানা কোথায়?

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


সব কিছু ঠিক থাকলে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সপ্তম আসরের পর্দা উঠবে চলতি বছরের ডিসেম্বরে। টুর্নামেন্ট শুরুর বেশি বাকি থাকলেও শুরু হয়ে গিয়েছে দলবদল। আগেভাগেই ফ্রাঞ্চাইজিগুলো দল গোছাতে শুরু করেছে। একে অপরের থেকে এক কদম এগিয়ে থাকার লড়াইয়ে প্রথম বাজিমাতটা করেছে বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স। 


চিটাগাং ভাইকিংস ছেড়ে কুমিল্লা ভিক্টোরিয়ান্সে যোগ দিয়েছেন মুশফিকুর রহিম। খুলনা টাইটান্সে নাম লিখিয়েছেন জাতীয় দলের ওপেনার তামিম ইকবাল। ক্রিকেটারদের এমন দল বদলের মাঝে প্রশ্ন উঠছে তাহলে আগের আসরে খুলনার দলপতি মাহমুদউল্লাহ রিয়াদের ঠিকানা তাহলে কোথায়?


আইকন ক্রিকেটার হিসেবে খুলনায় খেলবেন তামিম। এর মানে দাঁড়াচ্ছে আরেক আইকন মাহমুদউল্লাহকে ছেড়ে দিতে হবে তাদের। সেক্ষেত্রে প্রশ্ন, কোন ফ্রাঞ্চাইজির হয়ে বিপিএল খেলবেন অভিজ্ঞ এই অলরাউন্ডার?


ঢাকা ডাইনামাইটস আগেভাগেই নিশ্চিত করেছে তাঁদের আইকন হিসেবে থাকবেন সাকিব আল হাসান। মাশরাফি বিন মুর্তজাকে কোনো মূল্যেই ছাড়বেনা রংপুর রাইডার্স। এমন অবস্থায় আরেকটি সংশয় রয়েছে চিটাগাং ভাইকিংসের বিপিএলে অংশগ্রহণ নিয়ে।



promotional_ad

আগামী আসরে তারা অংশ নিচ্ছে কিনা সেটা এখনও নিশ্চিত নয়। শোনা গেছে এবার দল গঠন করবে না তারা। গত আসরের মতো জল ঘোলা করে চিটাগং ভাইকিংস যদি এবারও বিপিএলে অংশ নেয়, তাহলে এই দলটিই হতে পারে মাহমুদউল্লাহর ঠিকানা। 


চিটাগং যদি বিপিএলে অংশ না নেয়, সেক্ষেত্রে দল নেমে আসবে ছয়ে। আইকন ক্রিকেটার থেকে যাবে সাতজনই। এমন হলে মাহমুদউল্লাহর ভাগ্য কীভাবে নির্ধারণ করবে বিপিএল গভর্নিং বডি?


এমন অবস্থায় কি বিপিএলের আইকন সংখ্যায় পরিবর্তন আনবে সংশ্লিষ্টরা? নাকি রাজশাহী কিংস বা সিলেট সিক্সার্স হবে মাহমুদউল্লাহর ঠিকানা? 


যদিও রাজশাহী কিংসের আইকন হিসেবে রয়েছেন মুস্তাফিজুর রহমান। আর সিলেট সিক্সার্সে আইকন হিসেবে খেলেছেন লিটন কুমার দাস। 


বিশ্বস্ত সূত্রে জানা গিয়েছে, শেষ মুহূর্তে বিপিএলে অংশ নিতে পারে চিটাগং ভাইকিংস। তেমন হলে চিটাগংই মাহমুদউল্লাহর নতুন ঠিকানা হবে। আর সেই সম্ভাবনাই বেশি। 



গেল বিপিএলে একই ধরনের সমস্যায় পড়তে হয়েছিল মুশফিকুর রহিমকে। শেষ পর্যন্ত উইকেটরক্ষক এই ব্যাটসম্যান চিটাগং ভাইকিংসে যোগ দেয়ায় সমস্যার সমাধান হয়।


দেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে বড় আসর বলা হয় বিপিএলকে। কিন্তু এই বড় আসরকে ঘিরেই প্রত্যেক বছর কোনো না কোনো সমস্যায় পড়তে হয় বিপিএল গভর্নিং বডিকে। তাহলে কি এবারের আসরে মাহমুদউল্লাহকে নিয়ে বিপাকে পড়তে যাচ্ছে তারা?



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball