promotional_ad

আপনাদের চেয়ে আমরা বেশি চিন্তিতঃ মিঠুন

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ক্রিকেট করেসপন্ডেন্ট ||


ইংল্যান্ড বিশ্বকাপের ব্যর্থতা ভুলে যেতে চায় বাংলাদেশ। শ্রীলঙ্কার মাটিতে আসন্ন ওয়ানডে সিরিজ দিয়ে সব কিছু নতুন করে শুরু করতে চায় টাইগাররা। যে কারণে ওয়ানডে সিরিজটিকে অনেক গুরুত্বের সঙ্গে নিচ্ছে তামিম ইকবালের দল।


ওয়ানডে সিরিজ শুরুর আগে মঙ্গলবার অনুষ্ঠিত একমাত্র প্রস্তুতি ম্যাচে ৯১ রানের ইনিংস খেলা মোহাম্মদ মিঠুন এমনটাই জানিয়েছেন। মূল লড়াইয়ে মাঠে নামার আগে প্রস্তুতি ম্যাচে ব্যাটিং-বোলিং দুই বিভাগেই নিজেদের ভালোভাবেই ঝালাই করে নিয়েছেন বাংলাদেশের ক্রিকেটাররা। 



promotional_ad

৫ উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ার পর সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে এসব নিয়েই কথা বলেছেন মিঠুন। সাকিব আল হাসানের অনুপস্থিতিতে তিন নম্বর পজিশন সামলানো ডানহাতি এই ব্যাটসম্যান আরও জানিয়েছেন, চান্দিকা হাথুরুসিংহের শিষ্যদের বিপক্ষে সিরিজটি নিয়ে সবার চেয়ে অনেক বেশি চিন্তিত তামিম-মুশফিকরাই। 


সবচেয়ে অভিজ্ঞ দল নিয়ে ইংল্যান্ড বিশ্বকাপ খেলতে গেলেও অষ্টম স্থানে থেকে আসর শেষ করেছে মাশরাফি বিন মুর্তজার দল। তাই বিশ্বমঞ্চের বাজে স্মৃতি দ্রুত ভুলে যেতে বলছেন মিঠুন। না হলে বাজে স্মৃতির খপ্পড়ে পড়ে দল খেই হারাতে পারে বলেও মনে করেন তিনি।


যে কারণেই ম্যাচ বাই ম্যাচ পরিকল্পনা করে শ্রীলঙ্কার মাটিতে সফলতা অর্জন করার পরিকল্পনা আঁটছেন তাঁরা। ম্যাচ শেষে মিঠুন বলেন, ‘আসলে আমি যেটা ব্যক্তিগতভাবে অনুভব করি, বিশ্বকাপের যে ফল ছিল সেটা আপনাদের যেমন পূরণ হয়নি, আমাদেরও হয়নি। আপনারা যতটা চিন্তিত এই সিরিজ নিয়ে, আমরা এর থেকে বেশি চিন্তিত। কারণ আমরা খেলেছি এবং আমাদেরই দায়ভারটা নিতে হবে। 



আমি ব্যক্তিগতভাবে নিজেকে যেভাবে তৈরি করছি সেটা হচ্ছে, আমাদের আগের কথা ভুলে নতুন করে শুরু করতে হবে। আমরা যদি ওটা না ভুলি, তাহলে ওইরকম ফলাফল আবারো আসতে পারে। তাই আমার মনে হয় আমরা যদি শ্রীলঙ্কা সিরিজটি ম্যাচ বাই ম্যাচ প্রতিটি বিভাগে নজর দেই, তাহলে ইনশা আল্লাহ সাফল্য পাব।’


প্রস্তুতি ম্যাচে দাপট দেখানো বাংলাদেশের আসল লড়াই শুরু হচ্ছে ২৬ জুলাই। কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে মাশরাফি-সাকিববিহীন বাংলাদেশ।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball