আরামের জয়ে দারুণ প্রস্তুতি

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরুর আগে নিজেদেরকে ভালোভাবেই ঝালাই করে নিলো বাংলাদেশ। একমাত্র প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কা বোর্ড প্রেসিডেন্ট একাদশের বিপক্ষে ৫ উইকেটের জয় তুলে নিয়েছে তামিম ইকবালের দল।
টস জিতে আগে ব্যাটিং করে বাংলাদেশকে ২৮৩ রানের লক্ষ্য দেয় শ্রীলঙ্কা বোর্ড প্রেসিডেন্ট একাদশ। জবাবে মোহাম্মদ মিঠুনের ৯১ রানের সুবাদে ১১ বল বাকি থাকতেই জয় তুলে নেয় টাইগাররা।
প্রতিপক্ষের দেয়া বড় লক্ষ্যে ব্যাটিং করতে নেমে শুরুটা ভালোই করে বাংলাদেশ। দুই ওপেনার তামিম ইকবাল এবং সৌম্য সরকার দলকে টেনে নিয়ে যাচ্ছিলেন ভালোভাবেই। কিন্তু দলীয় ৪৫ রানে প্রথম ধাক্কা খায় বাংলাদেশ।
ব্যক্তিগত ১৩ রান পেসার কাসুন রাজিথার বলে আমিলা আপোন্সর হাতে ক্যাচ দিয়ে আউট হন সৌম্য। এই ওপেনারের বিদায়ের পর তামিম এবং মোহাম্মদ মিঠুনের ব্যাটে দলীয় ৫০ পার করে বাংলাদেশ।

দেখেশুনে ভালোভাবেই এগিয়ে যাচ্ছিলেন তামিম। কিন্তু ৪৭ বলে ৩৭ রান করার পর লাহিরু কুমারার বলে রাজিথার হাতে ক্যাচ দিয়ে আউট হন এই সিরিজে অধিনায়কত্বের দায়িত্ব পাওয়া তামিম। এরপর মুশফিকুর রহিম এবং মিঠুন দলের হাল ধরেন।
মিঠুনের সঙ্গে ৭৩ রানের জুটি গড়ার পাশাপাশি হাফ সেঞ্চুরি তুলে নেন মুশফিক। ৫০ ছুঁয়ে আর ইনিংস লম্বা করতে পারেননি এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। ৪৬ বলে ৫০ রানের ইনিংস খেলে হাসরাঙ্গার শিকার হন তিনি।
মুশফিক ফিরলেও মাহমুদউল্লাহর সঙ্গে জুটি বাধার পাশাপাশি হাফ সেঞ্চুরি তুলে নেন মিঠুন। এই দুজনের ব্যাটেই দলীয় ২০০ পার করে টাইগাররা। প্রতিপক্ষের বোলারদের বিপক্ষে দারুণ ব্যাটিং করে সেঞ্চুরির পথে হাঁটতে থাকেন মিঠুন।
তাঁর আগে অবশ্য ৩৭ রান করে বিদায় নেন মাহমুদউল্লাহ। এরপর পর দলকে জয়ের বন্দরে নিয়ে যাচ্ছিলেন মিঠুন। কিন্তু দলীয় ২৬২ রানে হাসরঙ্গার বলে শানাকার হাতে ক্যাচ দিয়ে আউট হন এই ব্যাটসম্যান। ফেরার আগে ৯১ রানের দারুণ একটি ইনিংস খেলেন মিঠুন।
এরপর অবশ্য আর বিপদে পড়তে হয়নি বাংলাদেশকে। সাব্বির রহমানের ২৬ বলে ৩১ এবং মোসাদ্দেক হোসেনের ১০ বলে ১৫ রানের সুবাদে ৫ উইকেট ও ১১ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ।
এর আগে ব্যাটিং করা শ্রীলঙ্কা বোর্ড প্রেসিডেন্ট একাদশ ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৮২ রান তোলে। দলের পক্ষে দাসুন শানাকা সর্বোচ্চ ৮৬ রান করেন। বাংলাদেশের হয়ে সৌম্য এবং রুবেল নেন ২টি করে উইকেট। এ ছাড়া ফরহাদ রেজা, তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান একটি করে উইকেট নেন।
সংক্ষিপ্ত স্কোরঃ
শ্রীলঙ্কা বোর্ড প্রেসিডেন্ট একাদশঃ ২৮২/৮ (৫০ ওভার) (শানাকা ৮৬*, জয়াসুরিয়া ৫৬; সৌম্য ২/২৯, রুবেল ২/৩১)
বাংলাদেশঃ ২৮৫/৫ (৪৮.১ ওভার) (মিঠুন ৯১, মুশফিক ৫০) (লাহিরু কুমারা ২/২৬)