মনের মতো হলো না বোলিং প্রস্তুতি

ছবি: ছবিঃ আইসিসি

|| ডেস্ক রিপোর্ট ||
বাংলাদেশের বিপক্ষে একমাত্র প্রস্তুতি ম্যাচে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৮২ রান সংগ্রহ করেছে শ্রীলঙ্কা বোর্ড প্রেসিডেন্ট একাদশ। বাংলাদেশের প্রায় সব বোলারই উইকেট পেয়েছেন এই ম্যাচে। তবে প্রত্যাশা পূরণ করতে পারেননি কেউই।
এই ম্যাচে বাংলাদেশের অন্যতম সেরা বোলার সৌম্য সরকার। এই পার্ট টাইমার নিয়েছেন ২টি উইকেট। তাছাড়া পেসার রুবেল ২ উইকেট নিয়েছেন। তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান এবং ফরহাদ রেজা নিয়েছেন ১টি করে উইকেট। বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম উইকেট শূন্য থাকেন। দলের মূল বোলাররা ঠিক ভাবে জ্বলে উঠতে না পারায় মনের মতো হয়নি বোলিং প্রস্তুতি।
টসে জিতে আগে ব্যাটিংয়ে নেমে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে শ্রীলঙ্কা বোর্ড প্রেসিডেন্ট একাদশ। তাঁরা দলীয় ১ রানেই ওপেনার ডিকওয়েলার উইকেট হারায়। দলটির অধিনায়ক কোনো রান না করেই এলবিডব্লিউয়ের ফাঁদে পরে আউট হন বাংলাদেশের পেসার রুবেল হোসেনের বলে।

এরপর দানুশকা গুনাথিলাকা ২৬ রান করে তাসকিন আহমেদের শিকার হন। টপ অর্ডার ব্যাটসম্যান অশাদা ফার্নান্দোকে ব্যক্তিগত ২ রানে মোসাদ্দেকের ক্যাচ বানিয়ে আউট করেছেন রুবেল। ৩২ রানের মধ্যে শীর্ষ তিন ব্যাটসম্যানের বিদায়ের পর শ্রীলঙ্কা বোর্ড প্রেসিডেন্ট একাদশের রানের চাকা মন্থর হয়ে যায়।
অবশ্য শুরুতে ধরে খেললেও ধীরে ধীরে রানের চাকা সচল করেন ভানুকা রাজাপাকশে এবং শেহান জয়াসুরিয়া। এই দুজনের ব্যাটেই বিপর্যয় সামাল দিয়ে ঘুরে দাঁড়ায় লঙ্কানরা। এই দুজনের জুটি ভাঙতে পার্ট টাইমার মাহমুদউল্লাহ রিয়াদ এবং সৌম্য সরকারকে বোলিংয়ে নিয়ে আসেন বাংলাদেশের অধিনায়ক তামিম। সফলও হয়েছেন।
৩২ রান করা রাজা পাকশেকে সাব্বিরের ক্যাচ বানিয়ে আউট করেন সৌম্য। এরপর নতুন ব্যাটসম্যান অ্যাঞ্জেলো পেরেরাকে ব্যক্তিগত ৭ রানে মেহেদী হাসান মিরাজের ক্যাচ বানিয়ে আউট করেন মুস্তাফিজুর রহমান। একপ্রান্ত আগলে রাখা লঙ্কান ব্যাটসম্যান শেহান জয়াসুরিয়াকে ফিরিয়ে দ্বিতীয় শিকার তুলে নেন সৌম্য। ৫৬ রান করে জয়াসুরিয়া টাইগার রুবেলের হাতে ক্যাচ দিয়েছেন সৌম্যর বলে।
সপ্তম উইকেটে অভিজ্ঞ ব্যাটসম্যান দাশুন শানাকার সঙ্গে দারুণ এক জুটি গড়ে লঙ্কানদের বড় সংগ্রহের ভিত গড়ে দেন ওয়ানিডু হাসরাঙ্গা। এই দুজনের জুটি ভেঙেছেন ফরহাদ রেজা। এরপর ধনঞ্জয়া ডি সিলভা মাত্র ৯ রান করে রান আউট হয়ে ফেরেন।
একপ্রান্ত আগলে রেখে ৮৫ রানের অপরাজিত ইনিংস খেলেছেন শানাকা। মূলত তাঁর ব্যাটেই বড় সংগ্রহ নিশ্চিত করেন শ্রীলঙ্কা বোর্ড প্রেসিডেন্ট একাদশ। শেষ দিকে নেমে তাঁকে সঙ্গ দেন আমিলা আপন্স (১৩)।
সংক্ষিপ্ত স্কোরঃ
শ্রীলঙ্কা বোর্ড প্রেসিডেন্ট একাদশঃ ২৮২/৮ (৫০ ওভার) (শানাকা ৮৬*, জয়াসুরিয়া ৫৬; সৌম্য ২/২৯, রুবেল ২/৩১)