নিজের ভবিষ্যত জানেন না হাথুরুসিংহে

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বাংলাদেশের কোচ হিসেবে শেষটা ভালো ছিল না চান্দিকা হাথুরুসিংহের। পদত্যাগ করে দায়িত্ব ছেড়েছিলেন তিনি। এরপর শ্রীলঙ্কার প্রধান কোচের দায়িত্ব নিয়েও একই অভিজ্ঞতার মুখে পড়েছেন তিনি। এবার তাঁর কাছ থেকে জোর করে দায়িত্ব কেড়ে নেয়ার তোরজোড় চলছে।
বিশ্বকাপে শ্রীলঙ্কার বাজে পারফর্মেন্স তাঁকে চাপের মুখে ফেলে দিয়েছে। এর ফলে ছেঁটে ফেলা হতে পারে হাথুরুসিংহেকে, এমনটাই জানিয়েছে বেশ কয়েকটি লঙ্কান সংবাদমাধ্যম। তবে হাথুরু জানিয়েছেন এই বিষয়ে কিছুই জানেন না তিনি।

বাংলাদেশ দলের সাবেক এই কোচ বলেছেন, 'আমি এটা জানি না। আমাকে এই বিষয়ে কেউ কিছু বলেনি। কোচিং স্টাফ পরিবর্তন করা হবে এটাও কাউকে বলতে শুনিনি। কেউ কিছু বললেও মাঠে এর প্রভাব পড়বে না। আমরা যেভাবেই চাই সেভাবেই খেলবো এবং প্রতিপক্ষের দুর্বলতা খুঁজে বের করবো। এটা কোনো প্রভাব ফেলবে না।'
বিশ্বকাপের নয় ম্যাচে মাত্র তিনটিতে জয় পেয়েছে শ্রীলঙ্কা। সেমিফাইনালে খেলার সম্ভাবনাই তৈরি করতে পারেনি তারা\। দলের এমন ভরাডুবির কারণে হাথুরুসিংহের ওপর নাখোশ শ্রীলঙ্কা ক্রিকেটের কর্তা ব্যক্তিরা।
এর ফলেই হাথুরুসিংহেসহ দলের কোচিং স্টাফদের বরখাস্ত করতে চাইছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। তাঁদের এখন মূল লক্ষ্য শ্রীলঙ্কার ক্রিকেটকে ঢেলে সাজানো। এই লক্ষ্যে নিজেদের পরিকল্পনাও সাজিয়ে ফেলেছে বোর্ডটি।