promotional_ad

গা গরমের ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ

ছবিঃ এসএলসি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে ২৬ জুলাই। তবে এর আগে একটি প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পাচ্ছেন তামিম-মুশফিকরা। মঙ্গলবার শ্রীলঙ্কা বোর্ড প্রেসিডেন্ট একাদশের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বেলা ৩ টায়। ম্যাচটি অনুষ্ঠিত হবে কলম্বোর পি সারা ওভাল স্টেডিয়ামে।


গত এপ্রিলে ইস্টার সানডেতে শ্রীলঙ্কায় ভয়াবহ সন্ত্রাসী হামলার পর এই সিরিজ নিয়ে অনিশ্চয়তায় ছিল দুই দেশের ক্রিকেট বোর্ড। তবে সব অনিশ্চয়তা কাটিয়ে শ্রীলঙ্কায় দল পাঠিয়েছে বাংলাদেশ। শর্ত ছিল সবকটি ম্যাচই কলম্বোতে আয়োজন করতে হবে। সেই শর্ত মেনেই কলম্বোতে পুরো সিরিজ আয়োজন করা হচ্ছে।



promotional_ad

সেই সঙ্গে প্রস্তুতি ম্যাচটিও কলম্বোতে রাখা হয়েছে। শ্রীলঙ্কা বোর্ড প্রেসিডেন্ট একাদশের বিপক্ষে বাংলাদেশের স্কোয়াডের প্রত্যেকেই খেলার সুযোগ পাবেন। বাংলাদেশের বেশিরভাগ ক্রিকেটারই ইতোমধ্যে দলের সঙ্গে যোগ দিয়েছেন।


ফলে শ্রীলঙ্কা বোর্ড প্রেসিডেন্ট একাদশের বিপক্ষে পূর্ণ শক্তির দল খেলানোর আভাশ দিয়েছেন বাংলাদেশের অধিনায়ক তামিম ইকবাল। তিনি জানিয়েছেন, প্রথম ম্যাচে যারা খেলবেন তাদেরই বেশি সুযোগ দেয়ার পরিকল্পনা রয়েছে দলের।


'আমরা প্রথম ম্যাচে যে একাদশ খেলানোর চেষ্টা করছি, ম্যাক্সিমাম যেন ওটাই রাখতে পারি। এ রকম চিন্তা ভাবনা আছে। এরপর কোচ আছে, নির্বাচক আছে- ওনারা চিন্তাভাবনা করবেন। এখন পর্যন্ত আমরা এমন চিন্তা ভাবনা করছি, যে একাদশ খেলবে ওদেরকে বেশি সুযোগ দেওয়ার।'



শ্রীলঙ্কা সফরে বাংলাদেশ দলঃ-


তামিম ইকবাল (অধিনায়ক), সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মোহাম্মদ মিঠুন, মোসাদ্দেক হোসেন সৈকত, সাব্বির রহমান, রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান, এনামুল হক বিজয়, তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ, ফরহাদ রেজা ও তাসকিন আহমেদ।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball