নেতৃত্বে উদাহরণ তৈরি করতে চান তামিম
ছবি: ছবিঃ ক্রিকফ্রেঞ্জি

|| ডেস্ক রিপোর্ট ||
আন্তর্জাতিক ক্রিকেটে এক যুগ পার করে ফেলেছেন বাংলাদেশের ওপেনার তামিম ইকবাল। দীর্ঘ এই ক্যারিয়ারে নিজেকে দেশের সেরা ব্যাটসম্যান হিসেবে প্রতিষ্ঠিত করেছেন তিনি। অভিজ্ঞতার বিচারে শ্রীলঙ্কা সফরে অধিনায়কত্বের দায়িত্ব পেয়েছেন তামিম। এবার অধিনায়ক হিসেবেও নিজেকে প্রমাণ করতে চান বাঁহাতি এই ব্যাটসম্যান।
হ্যামস্ট্রিংয়ের চোটে শ্রীলঙ্কা সফর থেকে ছিটকে গেছেন বাংলাদেশের নিয়মিত ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। সহ-অধিনায়ক সাকিব আল হাসান ছুটি নিয়েছেন। এমন পরিস্থিতিতে তামিমের কাঁধে দেয়া হয়েছে দলের নেতৃত্বভার। নতুন চ্যালেঞ্জকে হাসিমুখে গ্রহণ করে তামিম জানিয়েছেন, নেতৃত্বে উদাহরণ তৈরি করতে চান তিনি।

শ্রীলঙ্কায় দ্বিতীয় দিনের অনুশীলনের আগে তামিম বলেছেন, ‘আমাকে ক্রিকেট বোর্ড এই দায়িত্ব দিয়েছে। আমি এটাকে চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছি। আমাকে আমার দল কতটুকু রেসপন্স করে এটা দেখাও গুরুত্বপূর্ণ। আমি নেতৃত্বের একটি উদাহরণ তৈরি করতে চাই।’
নতুন এই দায়িত্বের জন্য মুখিয়ে আছেন তামিম। সেই সঙ্গে ব্যাট হাতেও পারফর্মেন্স অব্যাহত রাখতে চান বাঁহাতি এই ব্যাটসম্যান। সিরিজ শেষেই অধিনায়কত্ব এবং নিজের পারফর্মেন্সের হিসেব করবেন বলে জানিয়েছেন তিনি।
তামিম বলেছেন, ‘অবশ্যই পারফর্মেন্স করতে চাই। এটা নতুন চ্যালেঞ্জ। আমি এর জন্য মুখিয়ে আছি। আমি নিশ্চিত এটা উপভোগ করব। এরপর আমরা দেখব সিরিজ শেষে কী হয়।’
২০০৭ সালে অভিষেকের পর আন্তর্জাতিক ক্রিকেটে একবারই অধিনায়কত্ব করেছেন তামিম। ২০১৭ সালে মুশফিকুর রহিম চোট পাওয়ায় নিউজিল্যান্ডের বিপক্ষে একটি টেস্টে অধিনায়কের দায়িত্ব পালন করেছিলেন বাঁহাতি এই ব্যাটসম্যান।