আফিফকে অলরাউন্ডার হিসেবে তৈরি করছে বিসিবি

ছবি: ছবিঃ ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
আফগানিস্তান 'এ' দলের বিপক্ষে বাংলাদেশ 'এ' দলের হয়ে খেলছেন তরুণ অলরাউন্ডার আফিফ হোসেন ধ্রুব। ঘরোয়া ক্রিকেটে নিয়মিত উপরের দিকে ব্যাটিং করলেও 'এ' দলে মিডল অর্ডারে ব্যাটিং করতে হচ্ছে তাঁকে।
এর কারণ হিসেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচক হাবিবুল বাশার জানিয়েছেন, আফিফকে টপ অর্ডার ব্যাটসম্যান হিসেবে নয়, একজন পরিপূর্ণ অলরাউন্ডার হিসেবে তৈরি করছেন তাঁরা।
এ প্রসঙ্গে জাতীয় দলের এই নির্বাচক বলেছেন, ‘আফিফকে আমরা অলরাউন্ডার হিসেবে তৈরি করছি। ৪, ৫, ৬ নম্বরের জন্য।’

বাংলাদেশ জাতীয় দলের অন্যতম ভরসার নাম মাহমুদউল্লাহ রিয়াদ। লম্বা সময় ধরে জাতীয় দলকে সার্ভিস দিয়ে আসছেন তিনি। মাহমুদউল্লাহর বিকল্প হিসেবে অনেকেই বিবেচনা করছেন আফিফকে।
মাহমুদউল্লাহর বিকল্প হিসেবে আফিফকে ভাবা হচ্ছে কি না? এমন প্রশ্নে জাতীয় দলের সাবেক এই অধনায়ক বলেছেন, ‘না, সেরকম চিন্তা করছি না। আফিফকে অলরাউন্ডার হিসেবে চিন্তা করছি। বোলিং-ব্যাটিং করতে পারে সে।’
যেখানেই সুযোগ পেয়েছেন, নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন আফিফ। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) গত আসরে দারুণ ফর্মে ছিলেন বাঁহাতি এই ব্যাটসম্যান। সিলেট সিক্সার্সের হয়ে খেলা তরুণ এই ক্রিকেটার ১২ ম্যাচে ২০.৬৬ গড় এবং ১২৪.০০ স্ট্রাইক রেটে ২৪৮ রান করেছিলেন।
এখন পর্যন্ত ৩১ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন আফিফ। যেখানে দুটি হাফ সেঞ্চুরিসহ ২১.২০ গড় এবং ১২৩.২৪ স্ট্রাইক রেটে ৫০৯ রান সংগ্রহ করেছেন তরুণ এই ব্যাটসম্যান। বল হাতে নিয়েছেন ৩০ উইকেট।
লিস্ট ‘এ’ ক্রিকেটেও ব্যাট হাতে উজ্জ্বল পারফর্মেন্স করেছেন আফিফ। ৪০ ম্যাচে ৩০.৫৮ গড়ে তাঁর ব্যাট থেকে এসেছে ১ হাজার ৫৮ রান। উইকেট নিয়েছেন ২০টি। জাতীয় দলের হয়ে এখনও ওয়ানডে এবং টেস্ট অভিষেক না হলেও টি-টোয়েন্টি খেলেছেন আফিফ। লঙ্কানদের বিপক্ষে অভিষেক ম্যাচে শূন্য রানে আউট হয়েছিলেন তিনি।