promotional_ad

দেশের ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত বিসিবি

ছবিঃ ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ; সিনিয়র এই পাঁচ ক্রিকেটারকে বাংলাদেশের হৃদপিণ্ড বলা হয়। এদের পারফর্মেন্সের ওপর নির্ভর করে বাংলাদেশ দলের জয়-পরাজয়। তাঁদের অবর্তমানে দলের হাল ধরার মতো ক্রিকেটার এখনো খুঁজে পায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বাংলাদেশের ক্রিকেটে বিষয়টি দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।


বাংলাদেশ দলের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত বিসিবি। বাংলাদেশের সাবেক অধিনায়ক এবং জাতীয় দলের নির্বাচক হাবিবুল বাশারের কথায় সেটা স্পষ্ট। ঘরের মাঠে আফগানিস্তান 'এ' দলের বিপক্ষে বাংলাদেশ 'এ' দলের যাচ্ছেতাই পারফর্মেন্সের পর দুশ্চিন্তা না হয়ে উপায় কই!


promotional_ad

আফগানদের বিপক্ষে দুটি চারদিনের ম্যাচে ১-০ ব্যবধানে সিরিজ হারের পর পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজেও টানা দুই ম্যাচ হেরে ২-০ তে পিছিয়ে আছে স্বাগতিক দলটি। অথচ এই দলের সিংহভাগ ক্রিকেটারই জাতীয় দলের পরীক্ষিত ক্রিকেটার। কিন্তু তাঁদের পারফর্মেন্স দেখে বোঝা মুশকিল, তাঁরা একসময় জাতীয় দলে খেলে এসেছেন। তাই নির্বাচকসহ বোর্ড কর্তাদের কপালে দুশ্চিন্তার ভাঁজ পড়তে শুরু করেছে।


এ নিয়ে হাবিবুল বাশার বলেছেন, ‘আমি তো বললামই আমি চিন্তিত। কিন্তু এদেরকে না খেলালে তো আমি বুঝতে পারব না। ভবিষ্যৎ নিয়ে সবাই চিন্তা করছে। এরা (মাশরাফি, সাকিব, তামিম, মুশফিক, মাহমুদউল্লাহ) না থাকলে যাদেরকে নিয়ে আগাবো, তাদের না খেলালে তো আমরা বুঝতে পারব না। এই সিরিজে আমরা একটা পরিষ্কার চিত্র দেখতে পেলাম।’


‘এটা অবশ্যই বিব্রতকর। তবে দুশ্চিতা বেশি। আমাদের দলে যারা আছে তারাও ভালো ক্রিকেট খেলে আসছে। এটার বিবরণ দেয়া মুশকিল। একইভাবে আমি কালও বলেছিলাম, 'এ' দল একটি সেকেন্ড স্টেজের দল। ঘরোয়া ক্রিকেটে অনেক সময় আমরা বিচার করতে পারি না। ঘরোয়া ক্রিকেটে অনেকেই ভালো খেলে। 'এ' টিমে এলে তাঁদের পরীক্ষাটা ভালো হয়। এই পরীক্ষাটা কেউ ভালো দিতে পারেনি।' 


বিদায় বলে দেয়ার মুহূর্তে আছেন ওয়ানডে অধিনায়ক মাশরাফির। এক যুগেরও বেশি সময় ধরে খেলে যাচ্ছেন সাকিব, তামিম, মুশফিক, মাহমুদউল্লাহরাও। সিনিয়র এই ক্রিকেটাররা যে কোনো সময় তুলে রাখতে পারেন ব্যাট-প্যাড। এরপর কী হবে দেশের ক্রিকেটের? এই ভাবনা কিছুটা অস্বস্তিতেই ফেলে দিচ্ছে বিসিবিকে।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball