promotional_ad

ইমরুল-বিজয়দের সমস্যা কোথায়, উত্তর খুঁজবে বিসিবি

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট | |


জাতীয় দলের বাইরে থাকা ক্রিকেটারদের নিয়ে দুশ্চিন্তায় পড়ে গেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। পাইপলাইনে থাকা ক্রিকেটারদের নিয়ে নিয়মিত কাজ করা হলেও আশানুরূপ ফল পাওয়া যাচ্ছে না। এমন অবস্থায় প্রশ্ন উঠছে, পাইপলাইনে থাকা ক্রিকেটাররা নিয়মিত পারফর্মার হিসেবে কেন নিজেদের গড়ে তুলতে পারছেন না।


এই প্রশ্নের উত্তর জানেন না বিসিবির নির্বাচক এবং সাবেক অধিনায়ক হাবিবুল বাশারও। সমস্যা সমাধানে এর গোড়া পর্যন্ত যেতে চায় বোর্ড। বাশার জানিয়েছেন, বিষয়টি নিয়ে দ্রুত পদক্ষেপ নেবেন তাঁরা। 


আফগানিস্তান 'এ' দলের বিপক্ষে চলমান সিরিজে বাংলাদেশ 'এ' দলের ক্রিকেটারদের পারফর্মেন্স হতাশ করেছে সবাইকে। জাতীয় দলের বেশ কয়েকজন ক্রিকেটার এই সিরিজে অংশ নিলেও ব্যাটে-বলে নিজেদের প্রমাণ করতে পারেননি। উল্টো ব্যর্থ হয়েছেন। অথচ প্রতিপক্ষ দলের সব ক্রিকেটারই 'এ' দলের। তাই আফগানদের বিপক্ষে এমন পারফর্মন্সকে বাংলাদেশ ক্রিকেটের জন্য হুমকিস্বরূপ মনে করছেন হাবিবুল বাশার। 



promotional_ad

জাতীয় দলের সাবেক সাবেক এই অধিনায়ক বলছেন, ‘আমাদের বসে ভাবতে হবে আসলে সমস্যাটা কোথায় হচ্ছে। এমন তো না যে আমরা কোনো কাজ করছি না। সারা বছর ট্রেনিং পাচ্ছে। কোচরা সাহায্য করছে। সুযোগ সুবিধা খুবই ভালো।


আমরা যখন ছিলাম জাতীয় দলে, তখন তেমন অনুশীলন করতে পারতাম না। এখন তো সারাদিনই অনুশীলন করতে পারে। কোচরা কষ্ট করছে। এটা এখনকার ক্রিকেটারদের জন্য অনেক। কিন্তু তারা কেন ভালো করছে না এটা আসলে আমাদের ভাবতে হবে কেন এমন হচ্ছে।’ 


প্রথম একদিনের ম্যাচে আফগানিস্তান 'এ' দলের বিপক্ষে ১০ উইকেটের বড় ব্যবধানে হেরে যায় মোহাম্মদ মিঠুনের দল। দ্বিতীয় ম্যাচেও ভাগ্য বদলায়নি। এ ম্যাচে ৪ উইকেটের হার নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ ‘এ’ দল। জাতীয় দলের বেশ কয়েকজন ক্রিকেটার দলে থাকার পরও প্রথম ম্যাচে ১০ উইকেটের হার মেনে নিতে পারেননি বাশার।


প্রথম ম্যাচের পর সাব্বির, ইমরুলদের রীতিমতো হুমকি দিয়েছিলেন হাবিবুল বাশার। বলেছিলেন, ‘ব্যাটিং দেখে মনে হয়েছে, কেউই খেলার মধ্যে নেই। এটা যে প্রতিযোগিতামূলক একটি ম্যাচ, ব্যাটিং দেখে সেটা বোঝার উপায় নেই। এই খেলোয়াড়রা বুঝতে পারছে না, হেলা করলে কী হতে পারে। এ রকম হলে নিচের সারির খেলোয়াড় নিয়ে চেষ্টা করবো। তাদেরই রাখতে হবে এমন কোনো কথা নেই।’ 



টেস্ট খেলুড়ে একটি দেশের ‘এ’ দলের এমন হার মেনে নিতে পারেননি বিসিবির এই নির্বাচক। বাশার আরও বলেছিলেন, ‘আমি বুঝতে পারছি না কী বলব বা কী বলা উচিত। টেস্ট খেলুড়ে একটা দেশের ‘এ’ দল এভাবে হারবে, ভাবা যায় না। 


আমাদের যে দলটা খেলছে, সেখানে ১১ জনই আগে-পরে আন্তর্জাতিক ক্রিকেট খেলেছে। বর্তমান জাতীয় দলের চারজন রয়েছে। পাঁচ-ছয়জন টেষ্ট ক্রিকেটার খেলছে। এরপরও আফগানিস্তান ‘এ’ দলের কাছে হারে?’   


একদিনের সিরিজে ২-০ ব্যবধানে পিছিয়ে আছে ‘এ’ দল। তৃতীয় ম্যাচে হারলে দুই ম্যাচ বাকি থাকতেই সিরিজ খোয়াতে হবে তাদের। এমন সময় বিপাকেই পড়তে হচ্ছে ‘এ’ দলকে। কারণ মোহাম্মদ মিঠুন, এনামুল হক বিজয়, রুবেল হোসেন এবং সাব্বির রহমান জাতীয় দলের হয়ে খেলতে শ্রীলঙ্কা যাচ্ছেন। সব মিলিয়ে আরও বড় পরীক্ষার মুখে পড়তে যাচ্ছে ‘এ’ দল।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball