'এ' দলের পারফর্মেন্সে ঘুম হারাম নির্বাচকদের

ছবি: ছবিঃ আফগানিস্তান ক্রিকেট বোর্ড

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
আফগানিস্তান 'এ' দলের বিপক্ষে বাংলাদেশ 'এ' দলের হতাশাজনক পারফর্মেন্স ঘুম হারাম করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচকদের। আফগানদের বিপক্ষে দুটি চারদিনের ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে হেরেছে বাংলাদেশ 'এ' দল। ওয়ানডে সিরিজেও ২-০ ব্যবধানে পিছিয়ে পড়েছে তাঁরা।
এমন পারফর্মেন্সে চিন্তায় পড়ে গেছে দেশের ক্রিকেটের সর্বোচ্চ এই নিয়ন্ত্রক সংস্থা। ঘুম হারাম হওয়ার জোগাড় নির্বাচকদের। বিসিবি নির্বাচক হাবিবুল বাশার জানিয়েছেন, যেমনটা আশা করেছিলেন, আফগানরা তার চেয়েও ভালো পারফর্মেন্স করেছে। তবে বাংলাদেশ 'এ' দলের কাছ থেকে প্রত্যাশিত পারফর্মেন্স পাননি তিনি। তাই এমন পারফর্মেন্সের ব্যাখ্যা নেই বাশারের কাছে।
'এটা অবশ্যই বিব্রতকর। তবে দুশ্চিতা বেশি। ওরা কিন্তু ভালো দল। তারা ভালো ক্রিকেট খেলছে। ভালোভাবে প্রয়োগও করেছে। আফগানিস্তানের এই গ্রুপটা আশার চেয়েও বেশি ভালো খেলেছে। আমাদের দলে যারা আছে তারাও ভালো ক্রিকেট খেলে আসছিল। এটার ব্যাখ্যা দেয়া মুশকিল।'

বাংলাদেশ 'এ' দলের স্কোয়াডে থাকা বেশিরভাগ ক্রিকেটারেরই জাতীয় দলে খেলার অভিজ্ঞতা আছে। এর মধ্যে চারজন ক্রিকেটার বাংলাদেশের আসন্ন শ্রীলঙ্কা সফরের দলেও আছেন। অন্যদিকে, আফগানিস্তান 'এ' দলের স্কোয়াডে থাকা বেশিরভাগ ক্রিকেটারই অনভিজ্ঞ।
ফলে এমন একটি দলের বিপক্ষে হতাশাজনক পারফর্মেন্স বাংলাদেশের ক্রিকেটের জন্য অশনি সংকেত হিসেবে দেখছেন হাবিবুল বাশার। সিরিজের শুরু থেকে এখন পর্যন্ত বাংলাদেশ 'এ' দল নিজেদের সামর্থ্য অনুযায়ী একটি ম্যাচেও খেলতে পারেনি।
প্রথম চারদিনের ম্যাচটিতে ৭ উইকেটের ব্যবধানে হারে বাংলাদেশ 'এ' দল। দ্বিতীয় ম্যাচে ড্র করতে সক্ষম হলেও সিরিজ হারতে হয়েছে তাদের। ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে আফগানদের বিপক্ষে মোহাম্মদ মিঠুনের দল হেরে যায় ১০ উইকেটের বিশাল ব্যবধানে।
দ্বিতীয় ম্যাচে ৪ উইকেটের হারে পাঁচ ম্যাচ সিরিজে ২-০ ব্যবধানে পিছিয়ে পড়েছে বাংলাদেশ 'এ' দল। ঘরোয়া ক্রিকেটে এই ক্রিকেটাররা দুর্দান্ত পারফর্মেন্স করলেও 'এ' দলে নিজেদের পরীক্ষাটা ভালোভাবে দিতে পারেনি বলে মনে করেন বাশার। তারা নিজেদের প্রমাণ না করতে পারায় হতাশ বিসিবির এই নির্বাচক।
'আমি কালও বলেছিলাম, 'এ' দল একটি সেকেন্ড স্টেজের দল। ঘরোয়া ক্রিকেটে অনেকসময় আমরা অনেক সময় বিচার করতে পারি না। ঘরোয়া ক্রিকেটে অনেকেই ভালো খেলে। 'এ' টিমে আসলে তাঁদের পরীক্ষাটা ভালো হয়। এই পরীক্ষাটা কেউ ভালো দিতে পারেনি।'