ম্যাচ হেরেও সিনিয়ররা ড্রেসিংরুমে হাসাহাসি করতো!

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বিশ্বকাপের আগে গুলবাদিন নাইবের হাতে নেতৃত্ব তুলে দিয়েছিল আফগানিস্তান ক্রিকেট বোর্ড। কিন্তু নতুন অধিনায়কের অধীনে বিশ্বকাপের মঞ্চে ভরাডুবি হয়েছে দলটির। আসরের সবকটি ম্যাচে হেরে শুন্য হাতে দেশে ফেরেন মোহাম্মদ নবি-রশিদ খানরা।
বিশ্বমঞ্চে দলের ব্যর্থতার জের ধরেই সম্প্রতি অধিনায়কত্ব হারিয়েছেন নাইব। এরপরই বোমা ফাটিয়েছেন এই অলরাউন্ডার। তার দাবি, ম্যাচ হেরেও দলের সিনিয়ররা ড্রেসিংরুমে হাসাহাসি করতো।

এমনকি অধিনায়ক হিসেবে তাকে কেউ মানতেন না। ম্যাচ চলাকালীন কোনো নির্দেশনা দিলে তারা নাইবের দিকে তাকাতেনই না। দলের এ অবস্থার জন্য সিনিয়রদের দায়ী করেছেন তিনি।
অভিযোগ করেছেন ইচ্ছে করেই বাজে খেলেছেন দলের ক্রিকেটাররা। আফগানি সাংবাদিক ওয়াসিল ওয়েসালকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব নিয়ে কথা বলেছেন নাইব।
তিনি বলেন,‘সিনিয়রদের পারফরম্যান্সের ওপর আফগানিস্তান দল নির্ভরশীল। কিন্তু এই সিনিয়ররাই বিশ্বকাপে ইচ্ছে করে খারাপ খেলেছে। যার প্রভাব পড়েছে দলের ফলাফলের ওপর।
তারা আমার কথার কোনো গুরুত্ব দিত না। ম্যাচ হেরে তারা দুঃখিত না হয়ে ড্রেসিংরুমে হাসাহাসি করত! ম্যাচের মধ্যে আমি যখন তাদের কোনো নির্দেশনা দিতাম, তখন তারা আমার দিকে তাকাতই না!’
বিশ্বকাপ শেষ হওয়ার পর পরই আফগানিস্তান দলের তিন ফরম্যাটেই অধিনায়কত্বের দায়িত্ব দেয়া হয়েছে লেগ স্পিনার রশিদ খানকে। তার ডেপুটি হিসেবে রাখা হয়েছে সাবেক অধিনায়ক আজগর আফগানকে।