ভারতে শহিদুলের ৫ উইকেট

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ভারতে বল হাতে আলো ছড়িয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) একাদশের পেসার শহিদুল ইসলাম। ড. (ক্যাপ্টেন) কে. থিম্মাপ্পিয়া মেমোরিয়াল টুর্নামেন্টে গ্রুপ পর্বের শেষ ম্যাচে কেএসসিএ সেক্রেটারিস একাদশের বিপক্ষে একাই পাঁচ উইকেট তুলে নিয়েছেন তিনি। কেএসসিএ সেক্রেটারিস একাদশকে ৭৯ রানেই থামিয়ে দিয়েছে বিসিবি একাদশের বোলাররা।
শহিদুল ছাড়াও দুর্দান্ত ছিলেন পেসার এবাদত হোসেন। তিনি নিয়েছেন প্রতিপক্ষে দুই উইকেট। অলরাউন্ডার আরিফুল হকও এদিন দুর্দান্ত ছিলেন। তিন উইকেট ঝুলিতে পুরেছেন তিনি।
এ দিন টস জিতে প্রতিপক্ষকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় বিসিবি একাদশ। ইনিংসের শুরু থেকেই প্রতিপক্ষের ওপর আক্রমণ চালায় শহিদুল-এবাদত। ইনিংসের তৃতীয় ওভারে বোলিং করতে এসে এক ওভারেই দুই উইকেট তুলে নিয়েছেন শহিদুল।

এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে কেএসসিএ সেক্রেটারিস একাদশ। শেষ পর্যন্ত ৪১ ওভার ব্যাটিং করে ৭৯ রানেই গুঁটিয়ে যায় কেএসসিএ সেক্রেটারিস একাদশের প্রথম ইনিংস।
দলটির হয়ে সর্বোচ্চ ১৮ রানের ইনিংস খেলেছেন কে এস ডিভাই। দ্বিতীয় সর্বোচ্চ রানের ইনিংসটি ছিল প্রবীণ দুবের। তিনি খেলেছেন ১৬ রানের ইনিংস।
সংক্ষিপ্ত স্কোরঃ
কেএসসিএ সেক্রেটারিস একাদশ (প্রথম ইনিংস): ৭৯ অলআউট, ওভার- ৪১
কে এস ১৮, প্রবীণ ১৬ ; শহিদুল ৫/২০, আরিফুল হক ৩/২২