promotional_ad

বড় পরিবর্তন আসছে পাকিস্তান ক্রিকেটে

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


বিশ্বকাপে ব্যর্থতার জের ধরে বড় পরিবর্তন আসতে পারে পাকিস্তানের ক্রিকেটে। দীর্ঘ পরিসর এবং সীমিত ওভারে ক্রিকেটে আলাদা কোচ এবং অধিনায়ক রাখতে পারে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।


দেশটির ক্রিকেট বোর্ডের এক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। চলতি মাসের শেষে এই বিষয় বৈঠক করা হবে। এরপরই আলাদা কোচ এবং অধিনায়কের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানা গিয়েছে।



promotional_ad

আগামী বছর অনুষ্ঠিত হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে মোট ৮টি টেস্ট খেলবে পাকিস্তান। মূলত এই কথা মাথায় রেখেই এই পরিবর্তন আনতে চাইছে ক্রিকেট বোর্ড। 


'বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের কারণে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্বে মোট ৮টি টেস্ট খেলবে পাকিস্তান। যেখানে তাদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া এবং বাংলাদেশ। তাই পিসিবি চাইছে টেস্টে ভালো ফলাফল পেতে ফরম্যাট ভিত্তিক কোচ নিয়োগ দিতে।


এছাড়া বিশ্বকাপের আগে ১০টি টি-টোয়েন্টি ম্যাচ রয়েছে পাকিস্তানের, সঙ্গে তিনটি ওয়ানডে। টি-টুয়েন্টি ফরম্যাটে এশিয়া কাপ রয়েছে। এসব কিছু বিবেচনা করেই সাদা বল এবং লাল বলের ক্রিকেটে বড় পরিবর্তন আনার চিন্তাভাবনা করছে বোর্ড।' সূত্র জানিয়েছে।



ইংল্যান্ড বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা করে নিতে পারেনি পাকিস্তান। টুর্নামেন্টের শুরুতে ভালো না খেললেও শেষের ৪ ম্যাচ জিতে ১১ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চমস্থানে থেকে আসর শেষ করে সরফরাজ আহমেদের দল। 


নিউজিল্যান্ডের সঙ্গে পয়েন্ট সমান হলেও নেট রান রেটের কারণে সেমিফাইনালে যাওয়া হয়নি পাকিস্তানের। বিশ্বকাপের এই ব্যর্থতার জের ধরে কয়েকদিন আগেই প্রধাণ নির্বাচকের চুক্তি নবায়ন করেননি সাবেক অধিনায়ক ইনজামামুল হক।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball