লম্বা সময় পর সাদা পোশাকে তাঁরা তিনজন

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
অ্যাশেজ সিরিজের পূর্ববর্তী প্রস্তুতি ম্যাচে মাঠে নামছেন ক্যামেরন বেনক্রফট, স্টিভ স্মিথ এবং ডেভিড ওয়ার্নার। গত বছর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কেপটাউন টেস্টে বল টেম্পারিং ঘটনার পর এই প্রথম সাদা পোশাকে মাঠে নামছেন অস্ট্রেলিয়ার এই তিন ক্রিকেটার।
বল টেম্পারিংয়ের ঘটনার পর এক বছর আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ ছিলেন স্টিভ স্মিথ এবং ডেভিড ওয়ার্নার। নয় মাস নিষিদ্ধ ছিলেন ব্যানক্রফট।

নিষেধাজ্ঞা চলাচালে বিভিন্ন দেশে ফ্র্যাঞ্চাইজি লিগ খেললেও সাদা পোশাকে ম্যাচ খেলেননি স্মিথ, ওয়ার্নাররা। আগামী এক আগস্ট শুরু হচ্ছে অ্যাশেজ সিরিজ। এই সিরিজের আগে দুই ভাগে ভাগ হয়ে খেলবেন অজি ক্রিকেটাররা।
চারদিনের সেই প্রস্তুতি ম্যাচ শেষে অ্যাশেজের দল ঘোষণা করবে ক্রিকেট অস্ট্রেলিয়া। ম্যাচের দল দুটির নামকরণ করা হয়েছে দুই কোচ গ্রায়েম হিক এবং ব্র্যাড হাডিনের নামে। প্রতি দলে খেলবেন ১২ জন করে ক্রিকেটার।
গ্রায়েম হিক স্কোয়াডের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন টিম পেইন এবং ব্র্যাড হাডিন স্কোয়াডের অধিনায়ক রাখা হয়েছে ট্রাভিস হেডকে।
গ্রায়েম হিক স্কোয়াডঃ টিম পেইন (অধিনায়ক এবং উইকেটরক্ষক), জো বার্নস, ক্যামেরন ব্যানক্রফট, স্টিভেন স্মিথ, পিটার হ্যান্ডসকম্ব, ম্যাথু ওয়েড, মিচেল মার্শ, মাইকেল নেসার, জেমস প্যাটিনসন, জ্যাকসন বার্ড, ক্রিস ট্রেমেইন ও নাথান লায়ন।
ব্র্যাড হাডিন স্কোয়াডঃ ট্রাভিস হেড (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, মার্কাস হ্যারিস, কার্টিস প্যাটারসন, মার্নাস লেবুচাঙ্গে, উইল পুকোভস্কি, অ্যালেক্স ক্যারি (উইকেটরক্ষক), প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, পিটার সিডল, জস হ্যাজেলউড ও জন হল্যান্ড।