আফগানদের বিপক্ষে ইমরুল-বিজয়দের ১০ উইকেটের হার

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
আফগানিস্তান 'এ' দলের বিপক্ষে পাঁচ ম্যাচের অনানুষ্ঠানিক ওয়ানডে সিরিজ হার দিয়ে শুরু করেছে বাংলাদেশ 'এ' দল। চট্টগ্রামের জহুর আহমেদ স্টেডিয়ামে সফরকারীদের বিপক্ষে ১০ উইকেটের বিশাল ব্যবধানে হেরেছে স্বাগতিকরা। সিরিজে ১-০ তে পিছিয়ে গেছে স্বাগতিকরা।
এদিন টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ 'এ' দলের অধিনায়ক মোহাম্মদ মিঠুন। কিন্তু ব্যাট হাতে ব্যর্থ ছিলেন দলের ব্যাটসম্যানরা। যদিও শুরুতে ৫২ রানের জুটি পায় স্বাগতিকরা। কিন্তু এরপর আর ছন্দ ধরে রাখতে পারেনি তারা।
বাঁহাতি ওপেনার ইমরুল কায়েস খেলেছেন ২৮ রানের ইনিংস, আরেক ওপেনার এনামুল হক বিজয় খেলেছেন ১৯ রানের ইনিংস। এরপর অধিনায়ক মিঠুন মাত্র ৩ রানের ইনিংস খেলেই সাজঘরের পথ ধরেন। সাব্বির রহমান ১৫ রান এবং ফজলে রাব্বি ৯ রান সংগ্রহ করতে সক্ষম হয়েছেন।
দলের হাল ধরে সম্মানজনক পুঁজি এনে দিয়েছেন তরুণ আফিফ হোসেন। এই বাঁহাতি ব্যাটসম্যান খেলেছেন ৫৯ রানের ইনিংস। বাংলাদেশ 'এ' দলের হয়ে আর কেউ হাফ সেঞ্চুরির কোটায় যেতে পারেননি।
আফিফকে সঙ্গ দিয়ে ৩০ রানের ইনিংস খেলেছেন ফরহাদ রেজা। শেষ পর্যন্ত ৫০ ওভার ব্যাটিং করে ৮ উইকেটের বিনিময়ে ২০১ রানের পুঁজি দাঁড় করায় মিঠুনের দল। আফগানদের হয়ে তিনটি করে উইকেট নিয়েছেন নাভিনুল হক এবং করিম জানাত। একটি করে উইকেট পেয়েছেন ফজল নাইজাই, শরফুদ্দিন আশরাফ এবং কায়েস আহমেদ।
২০২ রানের জবাবে দুর্দান্ত ব্যাটিংশৈলী দেখিয়েছেন আফগানিস্তান 'এ' দলের দুই ওপেনার রহমানউল্লাহ গুরবাজ এবং ইব্রাহিম জাদরান। দুইজনের অবিচ্ছিন্ন জুটিতেই ম্যাচ জিতে যায় সফরকারীরা।

৪৩.৫ ওভার বলেই জয় নিয়ে মাঠ ছাড়েন আফগানিস্তানের এই দুই ওপেনার। গুরবাজ অসাধারণ ব্যাটিং করে তুলে নেন ব্যক্তিগত সেঞ্চুরি। ১৩৮ বলে ১০৫ রানের ইনিংস খেলেন তিনি।
ইব্রাহিম জাদরানও ছিলেন দারুণ ধৈর্যশীল। ১২৫ বলে ৮৬ রানের ইনিংস খেলে দলের জয়ে অবদান রাখেন তিনি।
আজকের এই ম্যাচে বাংলাদেশ 'এ' দলের হয়ে খেলেছেন রুবেল হোসেন, আবু জায়েদ রাহির মতো জাতীয় দলের পরীক্ষিত বোলাররা। কিন্তু আফগানদের একটি উইকেটও তুলে নিতে পারেননি তাঁরা।
উল্টো চোট নিয়ে মাঠ ছাড়তে হয়েছে পেসার রুবেল হোসেনকে। নিজের বোলিং করা সম্পূর্ণ করতে পারেননি তিনি। পায়ের গোড়ালিতে চোট পেয়েছেন এই ডানহাতি পেসার। ৭.৫ ওভার বোলিং করে ২৪ রান দিয়েছেন তিনি।
সংক্ষিপ্ত স্কোরঃ
বাংলাদেশ 'এ' দলঃ ২০১/৮, ওভার- ৫০
আফিফ হোসেন ৫৯, ফরহাদ রেজা ৩০
নাভিনুল হক ২/৪৯, করিম জানাত ২/১৭
আফগানিস্তান 'এ' দলঃ ২০২/০, ওভার- ৪৩.৫
রহমানউল্লাহ গুরবাজ ১০৫*, ইব্রাহিম জাদরান ৮৬*
রুবেল হোসেন ২৪/০, আবু জায়েদ ৩৬/০