চোট পেয়েছেন রুবেল

ছবি: ছবিঃ ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
চট্টগ্রামে বাংলাদেশ 'এ' দলের হয়ে আফগানিস্তান 'এ' দলের বিপক্ষে খেলছেন জাতীয় দলের ক্রিকেটার রুবেল হোসেন। আফগানদের বিপক্ষে পাঁচ ম্যাচের অনানুষ্ঠানিক ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে খেলতে নেমে পায়ের গোড়ালিতে চোট পেয়েছেন ডানহাতি এই পেসার।
যে কারণে নিজের বোলিং কোটা সম্পূর্ণ করতে পারেননি রুবেল। ৭.৫ ওভার বোলিং করেছেন তিনি। ৩.০৬ ইকোনমিতে ২৪ রান দিয়েছেন এই ডানহাতি পেসার। যদিও তাঁর চোট গুরুতর নয়, নিশ্চিত করেছেন 'এ' দলের ম্যানেজার হাবিবুল বাশার।

তাঁর ভাষায়, 'ওর পায়ের গোড়ালিতে একটু সমস্যা হয়েছে। অনেক দিন পর খেলছে তাই হয়তো। বেশি সমস্যা নয়। স্ক্যান করানোর মতো না।'
নিয়মিত ক্রিকেট খেলা হচ্ছে না বলে চোট পেয়েছেন রুবেল, বলেছেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক বাশার। বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াডে ছিলেন রুবেল। কিন্তু দলের কম্বিনেশনের কারণে একাদশে জায়গা হয়নি তাঁর।
বিশ্বকাপে মাত্র দুটি ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন রুবেল। কিন্তু অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজেকে মেলে ধরতে ব্যর্থ হয়েছেন বাংলাদেশের অভিজ্ঞ এই পেসার। ৮৩ রান দিয়েছেন অজিদের বিপক্ষে। ভারতের বিপক্ষে ম্যাচেও সুযোগ দেয়া হয়েছিল রুবেলকে। সেই ম্যাচে ৪৮ রানে ১ উইকেট নিয়েছেন তিনি।
শ্রীলঙ্কা সিরিজে বাংলাদেশ দলের ১৪ সদস্যের স্কোয়াডে রয়েছেন রুবেল। লঙ্কান সফরের আগে প্রস্তুতি সারতে 'এ' দলের হয়ে খেলছেন তিনি।