অনুমোদন পেল বদলি খেলোয়াড়ের প্রস্তাব

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
মাথায় আঘাতপ্রাপ্ত হলে তাঁর বদলে আরেকজন বদলি খেলোয়াড় মাঠে নামানোর প্রস্তাবনায় সম্মতি দিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। বৃহস্পতিবার লন্ডনে আইসিসির বার্ষিক সম্মেলনে নিয়মটির অনুমোদন দিয়েছে আইসিসি। এই নিয়ম কার্যকর হবে আন্তর্জাতিক ক্রিকেটের সব সংস্করণ ও প্রথম শ্রেণির ক্রিকেটে।
নিয়মটি অনুমোদন দেয়ার আগে দুই বছর ঘরোয়া ক্রিকেটে পরীক্ষা চালিয়েছে আইসিসি। সেখানে এর বেশ ভালো ফলাফল পাওয়ার পরই আন্তর্জাতিক ক্রিকেটে এর সবুজ সংকেত দিল তারা।
যতদূর জানা ছিল, আইসিসি সম্মতি দিলে চলতি বছরের অ্যাশেজ থেকে চালু হবে বদলি খেলোয়াড়ের নিয়ম। সে অনুযায়ী, এক আগস্ট থেকে শুরু হতে যাওয়া অ্যাশেজ সিরিজ থেকেই চালু হচ্ছে নিয়মটি। সঙ্গে এই অ্যাশেজ সিরিজ দিয়েই পর্দা উঠতে যাচ্ছে ২০১৯-২০২১ মেয়াদি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ।

আইসিসির বিবৃতিতে বলা হয়, ‘বদলি নামানোর সিদ্ধান্ত চালু থাকবে এবং সেটি নেবেন দলের চিকিৎসা প্রতিনিধি। বদলি খেলোয়াড়কে অভিন্ন হতে হবে এবং ম্যাচ রেফারির অনুমোদন লাগবে।’
প্রস্তাব পাশ হওয়ার আগে শোনা গিয়েছিল, শুধু টেস্ট ক্রিকেটে এই নিয়ম চালু করতে পারে আইসিসি। কিন্তু ছেলে ও মেয়েদের ক্রিকেটে সব সংস্করণেই এ নিয়ম পাশ করেছে তারা।
দুই বছর আগে আইসিসির বোর্ড সভায় এই নিয়মের প্রস্তাবনা দেয়া হয়েছিল। ফলে পরীক্ষামূলকভাবে দুই বছরের জন্য এটা চালু করতে চেয়েছিল ক্রিকেট কমিটি।
এ ছাড়া অস্ট্রেলিয়ার স্থানীয় ক্রিকেট বেশ আগেই চালু করা হয়েছিল বদলি খেলোয়াড়ের নিয়ম। যা বেশ ভালো সাফল্য পেয়েছিল বলেই এই নিয়মের প্রস্তাব দেয়া হয়।
২০১৬-১৭ মৌসুমের বিগ ব্যাশ লিগেও ক্রিকেট অস্ট্রেলিয়া বদলি খেলোয়াড়ের নিয়ম চালু করেছিল। এর দুই বছর পর এবার আইসিসির অনুমতি পাওয়ার অপেক্ষায় আছে ক্রিকেট অস্ট্রেলিয়া।