এভাবে বিদায় বলতে চাননি সিকান্দার রাজা

ছবি: ছবিঃ- আইসিসি

|| ডেস্ক রিপোর্ট ||
ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ডের সদস্য পদ স্থগিত করায় হতাশ দেশটির ব্যাটিং অলরাউন্ডার সিকান্দার রাজা। সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে দুঃখ প্রকাশ করেছেন তিনি।
'একটি সিদ্ধান্ত দলকে কতোটা অপরিচিত করে দেয়। একটি সিদ্ধান্ত কিভাবে যেন অনেকগুলো মানুষকে বেকার করে দেয়। একটি সিদ্ধান্তের কারণে কতগুলো পরিবার ক্ষতিগ্রস্ত হয়।

একটি সিদ্ধান্তের কারণে কতগুলো ক্যারিয়ারের সমাপ্তি হয়। এভাবে আমি কখনোই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাতে চাইনি।' টুইটারে আইসিসিকে ইঙ্গিত করে লিখেছেন সিকান্দার।
দল নির্বাচনে সরকারী হস্তক্ষেপ থাকায় গত বৃহস্পতিবার তাঁদের সদস্য পদ স্থগিত করেছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি। সদস্য পদ না থাকায় আইসিসির কোনো টুর্নামেন্টে অংশ নিতে পারবে না জিম্বাবুয়ে।
আইসিসির তহবিল থেকেও কোনো অর্থ পাবেনা দেশটির ক্রিকেট বোর্ড। বৃহস্পতিবার লন্ডনে আইসিসির বোর্ড সভা অনুষ্ঠিত হয়েছে। সেখানেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড আইসিসির সংবিধানের ২.৪ এর সি এবং ডি ধারা ভঙ্গ করেছে। এই ধারায় বলা আছে 'দল নির্বাচন একটি স্বাধীন প্রক্রিয়া। যেখানে সরকারী কোনো হতক্ষেপ কাম্য নয়।'